৫০ ছুঁয়ে ফেললেও তাঁর শরীরী হিল্লোলের ভিডিও আজও বুকে কাঁপন ধরায় বহু যুবকের। নেটপাড়ায় সেইসব ভিডিও মুহূর্ত হয় ভাইরাল। আবার 'গদর ২'-এর মতো বক্স অফিসের রেকর্ড ভাঙা ছবিরও তিনি অভিনেত্রী।তিনি, আমিশা প্যাটেল।
সম্প্রতি, রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল খুললেন নিজের ব্যক্তিগত পছন্দের কিছু বিষয়। পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর সেলিব্রিটি ক্রাশ কে? শোনামাত্রই আমিশার সঙ্গে সঙ্গেই উত্তর দিলেন—“টম ক্রুজ আমার ক্রাশ। ছোটবেলা থেকে তাঁকে পছন্দ করি। আমার পেন্সিলবক্স, ফাইল, এমনকী আমার ঘরের একমাত্র পোস্টার—সবই টম ক্রুজের!”
তিনি আরও জানালেন, “আমি সবসময় মজা করে বলি, টম ক্রুজের জন্য আমি নিজের কিছু নীতি ভাঙতে পারি। যদি আমাকে বলা হয়, আমি কি তাঁর সঙ্গে এক রাতের সম্পর্কে জড়িয়ে রাত কাটাতে পারি? জবাব হল আমার —হ্যাঁ, পারি।”
মিশন ইম্পসিবল এর নায়ককে নিয়ে আমিশার মন্তব্য এই প্রথম নয়। ২০২৩ সালে তিনি একবার জানিয়েছিলেন, টম ক্রুজের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। এক রেড কার্পেট ইভেন্টে তিনি বলেন, যদি অন্য কোনও অভিনেতার জায়গায় নিজেকে রাখতে পারতেন, তিনি সেই অভিনেতার জায়গায় থাকতে চাইতেন যিনি কখনও টম ক্রুজের বিপরীতে অভিনয় করেছেন।
এই পডকাস্টে আমিশা আরও উল্লেখ করেন, “আমি বিয়ের জন্যও প্রস্তুত, যদি এমন কেউ পাই যিনি উপযুক্ত। যেখানে ইচ্ছে, সেখানে উপায় আছে। যিনি আমাকে সব পরিস্থিতির মধ্য দিয়ে খুঁজে পাবেন, তিনিই আমার মনের মানুষ।” তিনি জানান, এখনও বহু সমৃদ্ধ পরিবার থেকে বিয়ের প্রস্তাব পান।
৫ বছরের দীর্ঘ বিরতির পর বড়পর্দায় আমিশা ফেরেন ২০২৩ সালের ‘গদর ২’ ছবির মাধ্যমে। সঙ্গে ছিলেন সানি দেওল ও উৎকর্ষ শর্মা। ছবিটি ব্লকবাস্টার হয়, বক্স অফিসে আয় করে প্রায় ৬৮৬ কোটি টাকা। এরপর তিনি তৌবা তেরা জলওয়া (২০২৪) ছবিতে হাজির হন, যেখানে আমিশার পারফরম্যান্সকে বিশেষভাবে প্রশংসা করা হয়। তবে ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়।
বর্তমানে আমিশা প্যাটেল তার পরবর্তী প্রকল্পের ঘোষণা দেননি, তবে টম ক্রুজের প্রতি এই প্রকাশ্য ভালবাসা, বিস্ফোরক সব ইচ্ছে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আমিশা আরওসম্প্রতি, এক সাক্ষাৎকারে আমিশা শেয়ার করেন নিজের ব্যক্তিগত জীবন। জানান, স্কুলজীবনে তিনি নিজেই ছেলেদের পেছনে ছুটতেন। তবে হ্যাঁ, এখনও প্রচুর প্রেমের, বিয়ের প্রস্তাব পান, কিন্তু বিয়ের পর কেরিয়ার ছেড়ে দিতে হবে—এই শর্ত তাঁকে মানতে হয়নি।
অভিনেত্রীর কথায়, “যে আপনাকে ভালবাসবে, সে কখনও আপনার কেরিয়ার থামাবে না। আমি জীবনে প্রেমের জন্য অনেক হারিয়েছি, আবার কেরিয়ারের জন্যও অনেক ত্যাগ করেছি। অভিনয়ে আসার আগে আমার এক সিরিয়াস সম্পর্ক ছিল। পরিবার, শিক্ষা, মানসিকতা—সবকিছুই মিলত তাঁর সঙ্গে। কিন্তু আমি যখন অভিনয়ে আসি, তখন আমার প্রেমিক চাইত না আমি বেশিদিন অভিনয় করি। তাই শেষমেশ আমি কেরিয়ারকেই বেছে নিলাম।” জানালেন কেন তিনি আজও বিয়ে করেননি। কেন তিনি আজও সিঙ্গল? ৫০ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, একাধিক বিয়ের প্রস্তাব আসলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন, কারণ বেশিরভাগ পুরুষই তাঁকে শর্ত দিয়েছিলেন—বিয়ে করলে অভিনয় ছাড়তে হবে। কিন্তু অভিনয়ই আমিশার প্রাণ, তাই এ নিয়ে তিনি কোনও আপস করেননি।
