সংবাদসংস্থা মুম্বই: সঙ্গীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে বহুদিন ধরেই যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এবার তাঁর ভাইপো অর্থাৎ জনপ্রিয় সংগীত পরিচালক আমাল মালিক এই বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অমাল বলেন, “আগুন ছাড়া ধোঁয়া ওঠে না”, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি এই অভিযোগগুলিকে পুরোপুরি অস্বীকার করছেন না।
ওই সাক্ষাৎকারে আমাল জানান, “আমি ওঁর (অনু মালিক) হয়ে কিছুই বলতে চাই না। আমি কেবল আমার কাজ, আমার সংগীত এবং আমার আদর্শের জন্য পরিচিত হতে চাই। আমি যা দেখি, যা অনুভব করি, তার উপর ভিত্তি করেই কথা বলি। আমি অনেক সময় চুপ থেকেছি কারণ পরিবার নিয়ে কথা বলা খুব কঠিন, কিন্তু আমি সত্যের পাশে থাকতে পছন্দ করি।”
আরও পড়ুনঃ চুরির অভিযোগ উঠল আব্দু রোজিকের বিরুদ্ধে! দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার 'বিগ বস' প্রতিযোগী
উল্লেখ্য, ২০১৮ সালে মি টু আন্দোলনের সময় গায়িকা সোনা মহাপাত্র, শ্বেতা পণ্ডিত-সহ একাধিক মহিলা শিল্পী অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। এর জেরে তাঁকে কিছুদিন ‘ইন্ডিয়ান আইডল’ রিয়্যালিটি শো থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও অনু মালিক শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।
আমাল মালিকের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ তাঁর সততা এবং সাহসের প্রশংসা করছেন, আবার কেউ বলছেন, পরিবারের বিরুদ্ধে প্রকাশ্যে এভাবে মন্তব্য করা উচিৎ নয়।
এই প্রসঙ্গে অনু মালিকের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আমালের বক্তব্য নতুন করে বিতর্কের শিরোনামে নিয়ে এসেছে মালিক পরিবারকে।
এছাড়াও ওই সাক্ষাৎকারে আমাল বলেন, "যখন ডাবু মালিক ও অনু মালিকের দেখা হয়, তখন আপনি তাদের আলাদা করতে পারবেন না। ওঁরা একেবারে হরিহর আত্মার মতো। তবে পেশাদার গতিশীলতা ও ঈর্ষায় আনু মালিক খুব হিংসুটে।
পেশাগত ক্ষেত্রে তাঁদের একে অপরের মধ্যে সমস্যা ছিল। অনু মালিক আমার বাবার সঙ্গে অতিরিক্ত প্রতিযোগিতা করতেন। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি তাঁর পরিবারের সেরা সুরকার এবং প্রায়শই আমার বাবার কেরিয়ারকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন। আমার বাবা যখনই সিনেমায় কাজ পেতেন, তিনি গিয়ে প্রযোজকদের কাছ থেকে অল্প টাকায় বা এমনকী বিনা পয়সায় কাজ করার প্রস্তাব দিয়ে তার কাজ ছিনিয়ে নিতেন।"

কিছু মাস আগে পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন আমাল মালিক। অবসাদে ভোগার কথাও জানিয়েছিলেন সুরকার। আমাল সরাসরি আঙুল তুলেছেন তাঁর বাবা-মায়ের দিকে। যদিও সেই পোস্ট তিনি মুছে দিয়েছিলেন কিছুক্ষণেই। কিন্তু তারপর থেকে শিরোনাম দখল করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমাল বলিউডের অন্দরের গোপন কেচ্ছা ফাঁস করেন। তাঁর কথায় উঠে আসে স্বজনপোষণের দিকও। যা নিয়ে বিস্তর বিতর্ক সৃষ্টি হয়েছে আমালের কথায়, "ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে এত ভাল কাজ করছিল তাই এই পরিণতি হল সুশান্তের। ওঁর মতোই একই পরিণতি হতে পারত কার্তিক আরিয়ানের। ওঁর পিছনেও চক্রান্ত কম হয় না। কিন্তু কার্তিকের সঙ্গে ওঁর বাবা-মা আছেন, ওঁর জোর আছে, তাই ওঁর সঙ্গে অনেকেই পেরে ওঠে না। নয়তো ওঁর হালও এতদিনে খারাপ করে দিত বলিউডের কিছু লোক।"
