সংবাদ সংস্থা মুম্বই: ‘পুষ্পা ২’–এর জমজমাট বক্স অফিস সাফল্যের পরে আল্লু অর্জুন আবারও প্রস্তুত, এবার বড় পর্দায় আরও বড় চমক নিয়ে। তাঁর আগামী সিনেমা—অ্যাটলি পরিচালিত ‘এএ২২xএ৬’  (AA22 x A6)— এখনই বলিউড থেকে টলিউড, সব ইন্ডাস্ট্রিতে হয়ে উঠেছে আলোচনার শিরোনামে। এবং কেনই বা হবে না? কারণ এই সিনেমাতেই প্রথমবার চার চারটি চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন—একই সঙ্গে ঠাকুরদা, বাবা, ও দুই ছেলের ভূমিকায়!

 

সূত্রের খবর, সিনেমার শুরুতে পরিকল্পনা ছিল দ্বৈত ভূমিকায় আল্লু অর্জুনকে রাখা হবে এবং প্রবীণ চরিত্রে অন্য কোনও অভিনেতাকে নেওয়া হবে। কিন্তু সেই পরিকল্পনা বদলে যায়, যখন আল্লু অর্জুন নিজেই প্রস্তাব দেন চারটি চরিত্রে অভিনয়ের! সেট ঘনিষ্ঠ এক সূত্রের খবর, প্রথমে ছিল দ্বৈত ভূমিকার পরিকল্পনা। প্রবীণ চরিত্রে অন্য অভিনেতাদের ভাবছিলেন অ্যাটলি। কিন্তু আল্লু-ই নাকি প্রস্তাব দেন চারটি চরিত্র নিজেই করতে!

 

 

প্রযোজনা সংস্থার অন্দরের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “অ্যাটলি প্রথমে দ্বিধায় ছিলেন। কিন্তু লুক টেস্টের পর স্পষ্ট বোঝা যায়—এই সিদ্ধান্ত শুধু কাজ করছে না, বরং পুরো সিনেমার ভিজুয়াল এবং আবেগের স্তর একধাপ বাড়িয়ে দিচ্ছে। দর্শকরা একই ফ্রেমে চারটি ভিন্ন শেডে আল্লু অর্জুনকে দেখবেন—এটাই হবে এই ছবির মূল আকর্ষণ। এই বহুভাষিক ম্যাগনাম ওপাসে আল্লুর সঙ্গে থাকছেন শক্তিশালী তারকা কাস্ট—দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর। চিত্রনাট্যের ভেতরের খুঁটিনাটি এখনই গোপন রাখা হলেও জানা গিয়েছে, এটি হবে একটি জেনার-ডিফায়িং, ইমোশনালি ইন্টেন্স এপিক, যা ভারতীয় সিনেমার ভোকাবুলারিতেই এক নতুন সংযোজন ঘটাবে।

 

ছবি প্রযোজনায় রয়েছে সান পিকচার্স। ছবির শুটিং চলছে মুম্বইয়ে। সবথেকে আশ্চর্যের ব্যাপার—শুটিংয়ের সঙ্গেই সমান্তরালভাবে চলছে পোস্ট-প্রোডাকশন! জোর খবর, এই রিয়েল-টাইম ওয়ার্কফ্লো ছবির টিমকে আরও জোরদার, চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। বিশ্বমানের সিনেমা বানাতে যে টেকনিক্যাল সূক্ষ্মতা দরকার, এটিই তার দৃষ্টান্ত।

 

মুক্তির দিন এখনও ঘোষণা হয়নি, তবে ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের গোড়াতেই ছবিটি মুক্তি পেতে চলেছে বিশ্বব্যাপী, একাধিক ভাষায়। তার আগে এ ছবির একটি জমজমাট প্রোমো প্রকাশ্যে আনবেন নির্মাতারা, যা থেকেই আনুষ্ঠানিকভাবে মুক্তির দিন জানানো হবে।

 


আরও পড়ুন: প্রেমিকাকে চুমু খেতে সুপারম্যান-কে বাধা! সেন্সর বোর্ডের নীতি পুলিশিকে কিভাবে তুলোধোনা ‘দ্য ফ্যামিলি ম্যান’খ্যাত অভিনেত্রীর?

 

‘এএ২২xএ৬’ একটাই বার্তা দিচ্ছে—ভারতীয় সিনেমা আর শুধু প্যান-ইন্ডিয়া নয়, এবার প্যান-গ্লোবাল। অ্যাটলি র দৃষ্টিভঙ্গি, আল্লু অর্জুনের অভিনয়-সাহসিকতা, আর সান পিকচার্সের প্রযোজনার জাঁকজমক—সব মিলিয়ে তৈরি হচ্ছে এমন এক চলচ্চিত্র যা ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে।

 

গত এপ্রিলে সান পিকচার্স এক ঘোষণামূলক ভিডিও শেয়ার করে যেখানে কলানিথি মারান, আল্লু ও অ্যাটলিকে একসঙ্গে দেখা যায়। এরপর তাঁদের দেখা যায় সোজা লস অ্যাঞ্জেলসে পা রাখতে —হলিউডের প্রথম সারির এক ভিএফএক্স সংস্থার টিমের সঙ্গে এই ছবি নিয়ে জোরদার আলোচনা করতেও দেখা যায় তাঁদের।  সেখানেই আল্লু অর্জুনকে দেখা যায় একের পর এক মাস্ক ও গিয়ার ট্রাই করতে, নিজের ব্যক্তিত্বের ৩-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরোক্ষ করতে দেখা যায় তাঁকে। এবং সেসব করতে করতে যেন একেবারে সাই-ফাইয়ের জগতে ঢুকে পড়তে দেখা গেল তাঁকে।

 

এ ছবির গল্প শুনে হলিউড টিমও রীতিমতো থ! “চিত্রনাট্য পড়ে এখনও মাথা ঘুরছে,” বলেন ‘আয়রন ম্যান ২’এবং ‘ট্রান্সফর্মাস: রাইজ অফ দ্য বিটস’-এর ভিএফএক্স গুরু জেমস ম্যাডিগান! স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালদের মন্তব্য – “এরকম কিছু কখনও পড়িনি। এটা আমার স্বপ্নের প্রজেক্ট।”