সংবাদসংস্থা মুম্বই: বলিউডের অন্দরে খবর রটেছিল যে 'শক্তিমান' নিয়ে সিনেমা তৈরি হতে চলেছে। আর সেই সিনেমার জন্য অভিনেতা রণবীর সিংকে চূড়ান্ত করার খবরও প্রকাশ্যে এসেছিল। তবে, সেই সময় 'শক্তিমান' অর্থাৎ মুকেশ খান্না স্পষ্ট জানিয়েছিলেন, রণবীর সিং এমন কোনও চরিত্রে অভিনয় করছেন না।
কিন্তু এরপরেও জল্পনা থামেনি। কয়েক মাস ধরে জল্পনা চলছে যে বলি অভিনেতা রণবীর সিং একটি নতুন 'শক্তিমান'-এর গল্পের প্রযোজনা করতে চলেছেন এবং মূল নির্মাতা মুকেশ খান্নার সাথে সহযোগিতা করতে চলেছেন। তবে সম্প্রতি রণবীরের টিম এই জাতীয় সমস্ত দাবি বাতিল করে দিয়েছেন। এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, এই মুহূর্তে আদিত্য ধরের 'ধুরন্ধর'-এ কাজ করছেন রণবীর। এরপর শুরু করবেন 'ডন ৩'-এর কাজ। এর মাঝে 'শক্তিমান' নিয়ে কোনও পরিকল্পনা নেই।
কিন্তু এবার খবর, রণবীর নন 'শক্তিমান'-এর চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। জানা যাচ্ছে, নির্মাতারা বর্তমানে এই মেগা-বাজেটের ছবিটির জন্য আল্লু অর্জুনের সঙ্গে কথা বলছেন। সুপারহিরো ছবি 'মিন্নাল মুরালি'র জন্য প্রশংসা পাওয়া বেসিল জোসেফ এই ছবিটি পরিচালনা করতে পারেন বলেও জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত কিছু তথ্য প্রকাশ্যে আসেনি।
