সংবাদসংস্থা মুম্বই: বলিউডের জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'। বাঙালি মেয়ে রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে। এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত ‘অনুপমা’-তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা গৌরব খান্না। 

 


পর্দায় 'অনুপমা'র জীবনকাহিনি দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। জীবনের নানা ওঠাপড়ায় কীভাবে এগিয়ে চলে সাধারণ নারী 'অনুপমা', এই নিয়েই গল্প। 

 

স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক 'শ্রীময়ী'র অনুকরণে তৈরি এই ধারাবাহিক। বাঙালি দর্শকের কাছে যেমন বিপুল জনপ্রিয়তা‌ পেয়েছিল এই ধারাবাহিক, তেমনই গোটা দেশে ছড়িয়ে পড়েছে 'অনুপমা'র গল্প। পারিবারিক জীবনের নানা অধ্যায় ফুটে ওঠে এই ধারাবাহিকে। তাই প্রতিনিয়ত গল্পে আসতে থাকে নিত্যনতুন টুইস্ট। 

 

এবারও তার অন্যথা হল না। গল্পে হঠাৎই হতে চলেছে নায়িকা বদল। 'রাহি' চরিত্রে দর্শক এতদিন দেখেছেন আলিশা পারভিনকে। কিন্তু হঠাৎই চ্যানেল কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছেন নায়িকাকে। সেই নিয়ে সমাজ মাধ্যমে মুখ খুলতে দেখা যায় আলিশাকে। তিনি জানান, বিনা নোটিশে এমনকী বিনা কারণে তাঁর সঙ্গে অবিবেচকের মতো আচরণ করেছেন চ্যানেল কর্তৃপক্ষ। 


প্রসঙ্গত, মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর এবার 'রাহি'র চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী অদ্রিজা রায়কে। বহুদিন আগেই টলিপাড়া ছেড়ে বলিপাড়ায় পাড়ি দিয়েছেন অভিনেত্রী। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন হিন্দি ধারাবাহিকে 'কুণ্ডলী ভাগ্য' তে। যদিও এই খবরে এখনও সিলমোহর দেননি নির্মাতারা।