সংবাদসংস্থা মুম্বই: বেশকিছু বছর প্রেম তারপর ২০২২ সালে গাঁটছড়া বাঁধেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের কিছু মাস পেরোতেই এই জুটির কোল আলো করে এসেছে তাঁদের মেয়ে রাহা। একরত্তিকে নিয়ে বেশ দারুণ সময় কাটছে এই জুটির। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে আলিয়া জানান, মেয়ের জন্য নাকি তাঁদের সংসারে অশান্তি তৈরি হত। এই কথা শুনে অবাক নেটিজেনরা।
কিন্তু পুরো সাক্ষাৎকারটি শুনলে বোঝা যাবে আলিয়া সেখানে জানান যে, রাহা যখন প্রথম কথা বলতে শিখল, তখন সে 'বাবা' না 'মা' প্রথমে বলবে এই নিয়ে রণবীরের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হত। কিন্তু রাহা প্রথম শব্দ 'মা'-ই বলে। আলিয়ার কথায়, "যখন প্রথম রাহার মুখে মাম্মা ডাক শুনি, তখন মোবাইলে রেকর্ডার অন করে দিই। ওকে আবারও বলতে বলি, তখন ও আবারও মাম্মা বলে ডেকে ওঠে। এই মুহূর্তটা কখনও ভুলতে পারব না।"
প্রসঙ্গত, রাহাকে নিয়ে আগেও ভাট ও কাপুর পরিবারে খুনসুটির কথা শোনা গিয়েছে। রণবীরের মা নীতু কাপুর ও আলিয়ার মা সোনি রাজদানের মধ্যে একপ্রস্ত ঝগড়া হয়েছে রাহা আগে মাকে ডাকবে না কি বাবাকে, সেই নিয়ে। তবে অবশেষে কথা ফুটেছে রাহার মুখে। আর প্রথমেই মাকে ডেকেছে ছোট্ট রাহা।
দিওয়ালিতে রাহাকে নিয়ে নিজেদের নতুন বাড়িতে প্রবেশ করবেন রণবীর-আলিয়া। কাজের ফাঁকে নতুন বাড়ির দেখভাল করতে পৌঁছে যান এই তারকা জুটি। ছেলে-বউমার নতুন বাড়িটি মনের মতো করে সাজিয়ে তুলতে দেখা যায় নীতু কাপুরকেও।
