সংবাদসংস্থা মুম্বই: নিজেদের প্রেম থেকে বিয়ে সবটাই গোপনে সারলেও মেয়ে রাহাকে এতদিন আড়ালে রাখেননি রণবীর কাপুর ও আলিয়া ভাট। ২০২৩ সালের বড়দিনে আচমকাই মেয়েকে কোলে নিয়ে সামনে এসেছিলেন রণবীর ও আলিয়া। তারপর থেকে টুকটাক রাহার ছবিও দিতেন সমাজমাধ্যমে।
ছোট্ট রাহার নানা কীর্তিকলাপ ধরা পড়তো পাপারাজ্জিদের ক্যামেরায়। কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে, সমাজমাধ্যমে থেকে মেয়ের সব ছবি মুছে দিয়েছেন আলিয়া। তাহলে কি এবার থেকে পাপারাৎজিরাও আর ক্যামেরাবন্দি করতে পারবে না রাহাকে?
আলিয়ার সমাজমাধ্যমে রাহার একটি ছবিই শুধু রয়েছে। নতুন বছর উদ্যাপনের আগে একটি ছবি পোস্ট করেছিলেন আলিয়া। রণবীর ও আলিয়ার কোলে ছোট্ট রাহা রয়েছে ঠিকই। কিন্তু দেখা যাচ্ছে না তার মুখ। এই ঘটনায় আলিয়ার অনুরাগীরা মনে করছেন, নিরাপত্তার খাতিরেই রাহার সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন তিনি। সইফ আলি খানের উপর হামলার ঘটনার পরেই নাকি আরও বেশি করে সতর্ক হয়েছেন আলিয়া। তাই সমস্ত ছবি মুছে দিয়েছেন তিনি। এদিকে, তৈমুর ও জেহর ছবিও পাপারাজ্জিদের না তোলার অনুরোধ জানিয়েছিলেন করিনা।
প্রসঙ্গত, দিনকয়েক আগে এই একই জিনিস করতে দেখা গিয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকেও। আচমকাই তিনি মেয়ে মালতীর সমস্ত ছবি, ভিডিও মুছে ফেলেন সমাজমাধ্যম থেকে। পাপরাজ্জিরাও যাতে মেয়েকে ক্যামেরাবন্দি না করেন, সেই বিষয়ে জোর দিয়েছিলেন প্রিয়াঙ্কা।
