দীর্ঘ ১৪ বছর পর ফের জুটি বাঁধছেন অক্ষয়কুমার-প্রিয়দর্শন। শীঘ্রই আসছে 'ভূত বাংলা'। শুরুতে এই ছবি ২০২৬ সালের ২ এপ্রিল মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু এই হরর-কমেডি আগের নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না বলে খবর।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বড় বাজেটের স্টারডম এবং দর্শকের আগ্রহের কারণে প্রযোজকরা অক্ষয়ের ছবি মুক্তি পিছিয়ে দিয়েছেন। কিন্তু সূত্রের খবর, এক্ষেত্রে প্রধান কারণ হল 'ধুরন্ধর'। রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' মার্চের মাঝামাঝি মুক্তি পাচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে প্রযোজকরা মনে করছেন, একই সময়ে 'ভূত বাংলা' মুক্তি পেলে এই ছবির সাফল্যে প্রভাব পড়তে পারে। সেকারণেই সুকৌশলে প্রিয়দর্শনের ছবি পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 'ভূত বাংলা' মুক্তির নতুন মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি, কিন্তু অনুমান করা হচ্ছে মার্চ-এপ্রিলের পরেই এটি প্রেক্ষাগৃহে আসবে।
প্রসঙ্গত, 'ভূত বাংলা' ছবি নাকি আদতে 'ভুল ভুলাইয়া' ছবির স্পিন অফ। অর্থাৎ ২০০৭-এ মুক্তি পাওয়া ওই হরর-কমেডি ছবির শুরু হওয়ার আগের গল্প। একে 'ভূত বাংলো'ও ‘ভুলভুলাইয়া’র মতো হরর-কমেডি। তার ওপর এই ছবিতেও রয়েছেন অক্ষয়, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানিরা। একেবারে ‘ভুলভুলাইয়া’ ছবির কাস্ট। ফলে দুইয়ে দুইয়ে চার করা শুরু করেছে নেটিজেনরা।
২০০০ সালের 'হেরা ফেরি'-র পর এই ছবিতে ফের একবার অক্ষয় ও তাবুকে একসঙ্গে দেখা যাবে। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত। সমাজমাধ্যমে শুটিং ফ্লোর থেকে ছবি ভাগ করে জানিয়েছিলেন অভিনেতা।
&t=172s