সংবাদ সংস্থা মুম্বই: বলিউড এখন তোলপাড় ‘স্পিরিট’ ছবি ঘিরে। দীপিকা পাডুকোনের হঠাৎ বিদায়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে যখন গুঞ্জন—‘অপেশাদার’ শর্তের জন্যই নাকি বাদ পড়লেন দীপিকা, তখন অভিনেত্রীর পাশে দাঁড়ালেন অজয় দেবগণ। তাঁর মতে, দীপিকার দাবি একেবারেই অযৌক্তিক নয়, বরং সময়ের দাবি!

 

কাজল অভিনীত  'মা' ছবির ট্রেলর মুক্তি অনুষ্ঠানে হাজির ছিলেন অজয়। ছবির মূল চরিত্রে রয়েছেন কাজল। ছবির সহ-প্রযোজকও তিনি। সাংবাদিকদের এক প্রশ্নে তাঁকে দীপিকার '৮ ঘণ্টার বেশি কাজ করবেন না' দাবির বিষয়ে মতামত জানাতে বলা হয়। অজয় স্পষ্টভাবেই বলেন—
“এটা নিয়ে যতটা সমালোচনা হচ্ছে, ততটা অসঙ্গত নয়। বেশিরভাগ সৎ এবং পেশাদার পরিচালকরা এর সঙ্গে একমত হবেন। আজকাল প্রায় সবাই ৮-৯ ঘণ্টার শিডিউলেই কাজ করেন। আর একজন মা যদি ৮ ঘণ্টার কাজ চান, সেটাও স্বাভাবিক।” তিনি আরও যোগ করেন— “এটা একেক জনের একেক রকম দৃষ্টিভঙ্গি হতে পারে, তবে আমি মনে করি ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষ এই বিষয়টা বুঝতে পারেন।”

 


প্রসঙ্গত, দীপিকা পাডুকোনকে এর আগে প্রভাসের বিপরীতে সাইন করানো হয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন প্যান-ইন্ডিয়া প্রজেক্ট ‘স্পিরিট’-এ। এটি দীপিকার দ্বিতীয় তেলেগু সিনেমা হতে চলেছিল ‘কাল্কি ২৮৯৮ এ.ডি’-র পর। কিন্তু গত সপ্তাহে হঠাৎ খবর আসে, তিনি এই ছবি  থেকে বেরিয়ে গিয়েছেন, কারণ তাঁর কিছু ‘চাহিদা’ পূরণ করা যায়নি। যদিও দীপিকা নিজে এখনো এ নিয়ে মুখ খোলেননি।

 

পরবর্তীতে ঘোষণা করা হয়—এই ছবিতে দীপিকার জায়গায় নেওয়া হয়েছে তৃপ্তি  দিমরিকে, যিনি এর আগেই সন্দীপ রেড্ডির ‘অ্যানিম্যাল’ সিনেমায় অভিনয় করেছেন।

 


প্রসঙ্গত, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এক্স-এ (সাবেক টুইটার) একটি বিস্ফোরক পোস্ট করেন। দীপিকার নাম না নিয়েই লেখেন—“যখন আমি কোনও অভিনেতাকে গল্প শোনাই, তখন একশো শতাংশ বিশ্বাস রাখি। কিন্তু কেউ যখন তা ফাঁস করে দেয়, তখন সে নিজেকে স্পষ্ট করে দেয় কে সে আসলে! একজন উঠতি অভিনেতাকে ছোট করে, ছবির গল্পকে বাইরে ছড়িয়ে দেয়! নারীবাদের নামে এমন নোংরা খেলা? এটাই কি আপনার যোগ্যতা?” এই পোস্টে স্পষ্ট যে, দীপিকার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে এবং তিনি একরকম দায়ী করছেন ‘লিকড স্ক্রিপ্ট’ ও ‘ডার্টি পিআর গেম’-এর জন্য।


এই ছবি প্রযোজনা করছে টি-সিরিজ ও ভদ্রকালী পিকচার্স। এতে প্রভাসকে দেখা যাবে এক আগ্রাসী, তীক্ষ্ণ মেজাজের পুলিশ অফিসারের ভূমিকায়। বর্তমানে ছবিটি প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে, শ্যুটিং শুরু হবে ২০২৫ সালে।

 

দীপিকার ‘স্পিরিট’ বিদায়ে বিতর্ক যতই ঘনীভূত হোক, বলিউডে স্পষ্ট দু’টি শিবির তৈরি হয়েছে। একদিকে ক্ষুব্ধ পরিচালক, অন্যদিকে সহানুভূতিশীল সহ-অভিনেতা। আর মাঝখানে দাঁড়িয়ে বলিউড ইন্ডাস্ট্রির জেনারেশনাল শিফটের এক জীবন্ত দলিল হয়ে উঠছে এই ‘স্পিরিট’ বিতর্ক।