সংবাদসংস্থা মুম্বই: সইফ আলি খানের উপর আক্রমণ হওয়ার পর আতঙ্কে বলিউড। সেদিন রক্তাক্ত অবস্থায় ছেলে তৈমুরের সঙ্গে হাসপাতালে পৌঁছেছিলেন সইফ। এলাহি গাড়িতে নয়, বরং অটোয় লীলাবতী হাসপাতালে পৌঁছেছিলেন সইফ। কিন্তু করিনা কেন উদ্যোগ নিয়ে স্বামীকে হাসপাতালে নিয়ে যাননি? মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সেদিন রাত পার্টিতে নাকি মদ্যপান করে বেহাল দশা হয়েছিল করিনার। তাই সইফের পাশে সেদিন থাকতে পারেননি তিনি।
এই খবর ছড়াতেই করিনাকে নিয়ে নানা কুমন্তব্য শুরু হয় নেটপাড়ায়। তার মাঝেই সমাজমাধ্যমে 'বেবো'র পোস্ট ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। করিনা লেখেন, 'বিয়ে, বিবাহবিচ্ছেদ, মনের ভিতর প্রবল চাপ, সন্তান জন্ম দেওয়া, ভালবাসার মানুষের মৃত্যু আর মা-বাবা হিসাবে দায়িত্ব পালন- যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে এগুলো ঘটছে ততক্ষণ পর্যন্ত সত্যিই উপলব্ধি করতে পারবেন না। যখন আপনার জীবনে এই কঠিন সময় আসবে তখন বাস্তবটা বুঝতে পারবেন। তার আগের মুহূর্ত পর্যন্ত নিজেকে খুব বুদ্ধিমান মনে হবে।'
সইফ এখন সুস্থতার পথে। কিছুদিন আগে ছবির প্রচারে লাইম লাইটেও দেখা গিয়েছিল তাঁকে। এর মাঝেই বিচ্ছেদের প্রসঙ্গে কেন কথা বললেন করিনা? তবে কি আবারও নন নতুন কোনও বিপদ ঘনিয়ে আসছে তাঁদের জীবনে? এই প্রশ্নে তোলপাড় নেট দুনিয়া।
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি মধ্যরাতে সইফের উপর হামলার পর নিরাপত্তা রক্ষার স্বার্থে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন করিনা। এমনকী জানিয়েছিলেন সইফের উপর হামলার পর আরও বেড়েছে নিরাপত্তা। বিশেষ করে, দুই সন্তান তৈমুর ও জেহকে আরও আগলে রাখছেন সইফ-করিনা। পাপারাজ্জিদের কাছে এক বিশেষ অনুরোধও করেছিলেন তারকা দম্পতি। তাঁদের আর্জি ছিল, এবার থেকে তৈমুর ও জেহর ছবি যেন তাঁরা একটু কম তোলেন। কারণ এতে তাদের ক্ষতি হতে পারে। এর মাঝেই করিনার নতুন পোস্ট দেখে চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে।
