‘ধুরন্ধর’-এর দুর্দান্ত সাফল্যের পর বলিউডে ফের আলোচনায় অক্ষয় খান্না। সমাজমাধ্যমে থেকে চায়ের কাপের  তর্কে হটকেকের মতো উঠে আসছে তাঁর নাম। কিন্তু এই সাফল্যের মাঝেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ‘দৃশ্যম ৩’ নিয়ে। ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, ছবির প্রযোজনা দলের সঙ্গে পারিশ্রমিক ও ক্রিয়েটিভ মতভেদের জেরে এই মুহূর্তে নাকি আর যুক্ত নন অক্ষয়! সহজ কথায়, ‘দৃশ্যম ৩’ ছবি ছেড়ে বেরিয়ে এসেছেন অক্ষয়।  যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি অভিনেতা বা নির্মাতাদের তরফে, ফলে রহস্য আরও ঘনিয়েছে।

 

শোনা যাচ্ছে, ‘ধুরন্ধর’-এর বাণিজ্যিক দাপটে দৃশ্যাম ৩ -র প্রযোজকদের সঙ্গে নিজের পারিশ্রমিকের টাকার অঙ্কটা নিয়ে ফের আলোচনা করতে চেয়েছিলেন অক্ষয়। ‘ধুরন্ধর’ ছবির বক্স অফিস ঝড় নাকি তাঁকে নতুন করে চুক্তি আলোচনায় বসায়। তবে সেই পারিশ্রমিক সংক্রান্ত আলোচনা শেষ পর্যন্ত কোনও সমঝোতায় পৌঁছায়নি বলেই খবর।

 

শুধু আর্থিক বিষয় নয়, শোনা যাচ্ছে ক্রিয়েটিভ ক্ষেত্রেও মতভেদই পরিস্থিতি জটিল করেছে। ‘দৃশ্যম ৩’-এ নিজের লুক ও চরিত্র উপস্থাপনা নিয়ে নাকি বিশেষ কিছু পরিবর্তনের অনুরোধ জানিয়েছিলেন অক্ষয়। কিন্তু তা নাকি ছবির সঙ্গে মেলেনি নির্মাতাদের মতে। ফলে এই দুই কারণ মিলেই গুঞ্জন, আপাতত প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা। তবে দরজা নাকি পুরোপুরি বন্ধ হয়নি। ইন্ডাস্ট্রি মহলের মতে, ভবিষ্যতে পরিস্থিতি বদলালে ফের আলোচনা শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ৩’-এ ফিরছেন অজয় দেবগণ, সঙ্গে থাকছেন টাবু, শ্রিয়া শরণ ও ইশিতা দত্ত। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর। ফলে কাস্টিং নিয়ে এই টানাপড়েন স্বাভাবিকভাবেই বাড়িয়েছে দর্শকের কৌতূহল।

 

এদিকে, অক্ষয় খান্না এখন ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর দারুণ সময় কাটাচ্ছেন। ছবিতে তাঁর সংযত অথচ তীব্র অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত। সঞ্জয় দত্ত, আর.মাধবন, অর্জুন রামপালদের সঙ্গে পর্দা কাঁপানোর পর ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ‘ধুরন্ধর ২’-এর, যা মুক্তি পেতে চলেছে আগামী ১৯ মার্চ।

 

বলিউডে তাই এখন একটাই প্রশ্ন, অক্ষয় খান্না কি সত্যিই ‘দৃশ্যম ৩’ থেকে বাইরে? নাকি সব জট কাটিয়ে শেষমেশ তাকেই দেখা যাবে বড়পর্দায়? অপেক্ষা চলছে আনুষ্ঠানিক ঘোষণার।