সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


প্রিয়জনকে হারালেন আদনান সামি

বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামির জীবনে ঘোর বিপদ নেমে এল। সোমবার সকালে গত হলেন গায়কের মা বেগম নওরীন সামি খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। এই দুঃসংবাদ নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন আদনান। এই আকস্মিক ঘটনায় শোকে ভেঙে পড়েছেন গায়ক।


বায়োপিকে অনন্যা! 


বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডে সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে জানান যে তিনি পরিচালক করণ জোহর ও সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করতে চান। অনন্যার কথায়, "চলচ্চিত্র জগতের নামজাদা বহু পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে। এমনকী ভরপুর রোমান্টিক ছবি, হরর কমেডি ঘরানা ও বায়োপিকেও কাজ করতে চাই। নিজেকে নতুনভাবে চিনতে চাই এখন।"

 

'বিগ বস' থেকে কত আয় সলমনের?


রবিবার, ৬ অক্টোবর থেকে কালার্স টিভিতে সম্প্রচার শুরু হল 'বিগ বস'-এর নয়া সিজনের। এই বছরও এই শো-এর মূল আকর্ষণ সঞ্চালক সলমন খান। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সলমন এই মরসুমে 'বিগ বস' সঞ্চালনার জন্য প্রতি মাসে ৬০ কোটি টাকা নিচ্ছেন! হ্যাঁ, অর্থাৎ চার সপ্তাহে ৮টি এপিসোডের জন্য এই বিপুল পরিমাণ অর্থ নেবেন 'ভাইজান'। সূত্রের খবর, আগের সিজনের মতো এই সিজন যদি ১৫ সপ্তাহ ধরে চলে, তাহলে অভিনেতা প্রায় ২৫০ কোটি টাকা আয় করবেন এই সিজন থেকে।