সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেত্রী জারিন খান তাঁর ব্যক্তিগত জীবনকে লোকচক্ষু থেকে আড়ালে রেখে এসেছেন চিরকাল। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখার ক্ষেত্রে তিনি বরাবরই পটু। অতীতে বেশ কয়েক জনের সঙ্গে তাঁর নাম নিয়ে প্রেমের গুঞ্জন শুরু হলেও নিজের সে সব নিয়ে কখনওই মুখ খোলেননি নায়িকা।‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’-এর মতো ছবিতে কাজ করেছেন জারিন। যদিও তেমনভাবে দর্শক মনে দাগ কাটতে পারেননি অভিনেত্রী। তবুও দর্শকের চর্চায় থাকেন জারিন।
শোনা যায় ‘বিগ বস্ ১২’- এর প্রতিযোগী শিবাশিস মিশ্রের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। প্রায় ৩ বছরের সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৩ সালে ভেঙে যায় শিবাশিস ও জারিনের সম্পর্ক। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বিয়েতে যে তাঁর আগ্রহ নেই সে কথা প্রকাশ করেছিলেন জারিন। তবে এবার নতুন করে প্রেমে পড়লেন।
সমাজমাধ্যমে তিনি লিখেছেন, 'লাভ অ্যাট ফার্স্ট সাইট সত্যিই পৃথিবীতে আছে।' সঙ্গে জুড়েছেন একরত্তির ছবি। তবে তার মুখ দেখা যাচ্ছে না। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর ছোট্ট ভাইঝি আইজেল খানকে দেখে তাঁর মনে প্রথম ভালবাসার মতো অনুভূতি জেগেছে।
এক সাক্ষাৎকারে জারিন জানান, বিয়ে, সম্পর্ক এই সবই তাঁর জীবনে বিড়ম্বনা বলে মনে হয়। তবে সামাজিক চাপের কারণে তাঁর অনিচ্ছার সত্ত্বেও অনেক সময় তাঁকে বিয়ে করার জন্য জোর করা হয়েছে। তবে জারিন বিয়ে নিয়ে চট করেই কোনও সিদ্ধান্ত নিতে চান না।
তাঁর মতে এখনকার ভালবাসার মেয়াদ তিন মাসেই ফুরিয়ে যায়। এই প্রসঙ্গে জারিন তাঁর দাদু-দিদার সম্পর্ক ও তাঁদের ভালবাসার কথা প্রকাশ করেছেন। নায়িকার চোখে তাঁদের ভালবাসা চিরন্তন, দীর্ঘস্থায়ী। কারণ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তাঁরা এক সঙ্গে ছিলেন। তিনি প্রকাশ করেন যে এই ধরনের দীর্ঘস্থায়ী প্রেম আজকের সময়ে বিরল। তাই তাঁর বিয়ে করার ইচ্ছা চলে গিয়েছে।
