নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'শুভ বিবাহ' ধারাবাহিকে সুধা-তেজের পাশাপাশি ডলি-বিচ্ছু জুটিকেও দারুণ পছন্দ করেন দর্শক। তবে এই 'ডলি' চরিত্রে আর দেখা যাবে না শুভাংশী দত্তকে। এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এলেন অভিনেত্রী।  তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? মাঝপথে কেন ছাড়লেন ধারাবাহিক? সমাজমাধ্যমে নিজেই সেই কথা জানিয়েছেন অভিনেত্রী। 

 


তেজের বোন ডলির মত মিষ্টি চরিত্রকে প্রথম থেকেই বেশ পছন্দ করেছেন দর্শক। এরপর ডলি ও বিচ্ছুর প্রেম পর্ব ও বিয়ে নিয়ে এগোচ্ছিল গল্প। তবে মাঝ পথেই এই চরিত্র ছেড়ে বেরিয়ে এলেন শুভাংশী দত্ত। দর্শকের পাশাপাশি এই চরিত্র অভিনেত্রীর কাছেও খুব পছন্দের একটি চরিত্র। 

সমাজমাধ্যমে 'ডলি'র একটি ছবি ভাগ করে শুভাংশী লেখেন, 'নমস্কার প্রিয় দর্শক,'শুভ বিবাহ' ধারাবাহিকের 'ডলি' চরিত্রটির জার্নি এখানেই শেষ। আপনাদের ভালবাসায় আমি এই চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলতে পেরেছি। ডলি শুধু একটা চরিত্র নয়, আমার কাছে একটা আবেগ, আর আশা করি আপনাদের মনেও সে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আমি কৃতজ্ঞ আপনাদের অফুরন্ত ভালবাসা ও সাপোর্টের জন্য। 'শুভ বিবাহ'কে সাপোর্ট করবেন আর পুরো টিমের পাশে থাকবেন l আবারও দেখা হবে খুব শীঘ্রই, নতুন কোনও চরিত্রে, নতুন কোনও গল্পে।
ততদিন ডলিকে মনে রাখবেন, আর ভালবাসা দিয়ে পাশে থাকবেন।' 

 

এই লেখাতেই সরাসরি কারণ না জানালেও আসলে নতুন ধারাবাহিকে কাজ শুরু করে দিয়েছেন শুভাংশী। জি বাংলার 'দাদামণি' ধারাবাহিকে চার বোনের মধ্যে এক বোনের চরিত্রে দেখা যাবে শুভাংশীকে। যেহেতু মূলত দাদা এবং বোনদের নিয়ে গল্প, তাই এই ধারাবাহিকে অনেকটাই সময় দিতে হবে শুভাংশীকে। সেই কারণে 'শুভ বিবাহ' ছেড়ে 'দাদামণি' ধারাবাহিকের সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী। দর্শকের পক্ষ থেকে প্রশ্ন উঠে আসছে, ডলি ও বিচ্ছুর প্রেম ঠিক মতো জমার আগেই কি তবে এই দুই চরিত্রকে দেখানো বন্ধ হয়ে যাবে? এই বিষয়ে যদিও এখনও কিছু জানা যায়নি।