নিজস্ব সংবাদদাতা: গত বছর আইনজীবীর ভূমিকায় দর্শকের নজর কেড়েছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সত্যের সন্ধানে পেরিয়েছিলেন দর্শকের মনের দরজা। 'হইচই'-এর ওয়েব সিরিজ 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এ রহস্য উন্মোচন করেন অভিনেতা। 

 


গল্পে অচিন্ত্য এক স্বনামধন্য আইনজীবির কাছে প্র‍্যাকটিস শুরু করেন। তবে সেখানেও এমন একটা ঘটনা ঘটে যে সে বেরিয়ে আসতে বাধ্য হন। এরপরে ওর জীবনে এমন একখানি কেস আসবে যে কেসটা ওর কেরিয়ারে অন্য মাত্রা এনে দেবে এবং পালটে দেবে জীবনটা। তাই নিয়েই এগিয়েছিল সিরিজ 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ' ৷

 


জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে ঋত্বিক চক্রবর্তীর পাশাপাশি দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়, সুরঙ্গণা বন্দ্যোপাধ্যায়, দুলাল লাহিড়ী, খেয়া চট্টোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, ভবানী মুখোপাধ্যায়-সহ প্রমুখকে।

 


নতুন বছর পড়তেই ফের নতুন রহস্যের সন্ধানে অচিন্ত্য আইচ। আসছে সিরিজের দ্বিতীয় সিজন। এই সিজনের নতুন সংযোজন হিসাবে থাকবেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এবারের গল্পে 'নীনা চট্টোপাধ্যায়'-এর চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। সমাজমাধ্যমে 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২'-এর চিত্রনাট্যের ছবি ভাগ করেছেন অভিনেত্রী। কিন্তু গল্পে ঠিক কীভাবে ধরা দেবেন তিনি, তা এখনও খোলসা করেননি। জানা যাচ্ছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে সিরিজটি।