নিজস্ব সংবাদদাতা: টলিউডের প্রিয়মুখ ঋতাভরী চক্রবর্তী। বহু পুরুষ অনুরাগীদের রাতের ঘুম কেড়েছেন নায়িকা। ফের একবার সমাজ মাধ্যমে উষ্ণতা ছড়ালেন ঋতাভরী। শীতের আমেজ পড়তেই খোলা বারান্দায় নরম রোদে গা ভাসালেন তিনি। খোলা আকাশের নীচে স্নান করলেন ঋতাভরী। সমাজ মাধ্যমে সেই ঝলক তুলেও ধরলেন।
ঋতাভরীর লাস্যময়ী রূপের ঝলক দেখে তোলপাড় নেটপাড়া। চলতি বছর পুজোয় মুক্তি পেয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বহুরূপী'। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল ঋতাভরীকে। ওই ছবিতে অনুপম রায়ের সুরে শ্রেয়া ঘোষালের কন্ঠে, 'আজ সারা বেলা' গানেও স্নানঘরে রূপের জাদু ছড়াতে দেখা গিয়েছিল ঋতাভরীকে।
প্রসঙ্গত, বহুদিন ধরেই টলিপাড়ার অন্দরমহলে চর্চা চলছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর প্রেম নিয়ে। তিনি যে প্রেম করছেন এই খবর 'বহুরূপী'র গান মুক্তির দিনই জানিয়েছিলেন ঋতাভরী।এমনকী 'বহুরূপী'র প্রচারের জন্য প্রেমিকের কাছে যেতে পারেননি তিনি এও জানিয়েছিলেন। সঙ্গে উল্লেখ করেছিলেন প্রেমিক মুম্বইয়ের বাসিন্দা। এরপর ছবির প্রিমিয়ারে একসঙ্গে হাত ধরে হলে প্রবেশ করতে দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু তখনও প্রেমিকের পরিচয় সামনে আনেননি অভিনেত্রী।
দীপাবলিতেই নিজের প্রেমিককে প্রকাশ্যে এনেছিলেন ঋতাভরী। লেখক সুমিত অরোরার সঙ্গে ছবি ভাগ করে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। এই ছবি সামনে আসতেই প্রেমের গুঞ্জন যে সঠিক তা খোলসা হয়েছে নেটিজেনদের কাছে।
