নিজস্ব সংবাদদাতা: দর্শকের পছন্দের ঘরানা বলতেই একবাক্যে উঠে আসে থ্রিলারের নাম। রহস্যে ঘেরা ছবির মোড়ে কোন নতুন চমক অপেক্ষা করছে তা জানতে আগ্রহী দর্শকমহল।
দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই বাংলায় তৈরি হচ্ছে একের পর এক থ্রিলার ছবি। এবার রহস্যের জালে গল্প বলতে আসছেন পরিচালক সায়ন বসু রায়। ভরপুর রহস্যের সঙ্গে জুড়বে মিষ্টি সম্পর্ক। তবে রোম্যান্সের এক অন্যদিক ফুটে উঠবে ছবিতে।
সূত্রের খবর, এক পাচারচক্রের সম্মুখীন হয় নায়িকা। দুষ্কৃতীদের হাতেনাতে ধরে এক দুঁদে পুলিশ অফিসার। তারপর গল্পের নায়ক ওই অফিসার সঙ্গে কীভাবে জড়িয়ে যাবে নায়িকার জীবন সেই নিয়েই এগোবে গল্প।
টলিপাড়ার অন্দরের খবর, নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী পায়েল সরকারকে। অন্যদিকে পুলিশ অফিসারের চরিত্রে দর্শক দেখতে চলেছেন অভিনেতা জয়ী দেব রায়কে। এছাড়াও থাকবে টেলিভিশন জগতের বেশকিছু পরিচিত মুখ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তৈরি চিত্রনাট্য। তবে এখনও চূড়ান্ত হয়নি ছবির নাম। ২০২৫-এর জানুয়ারিতেই শুরু হবে শুটিং, এমনটাই খবর।
