সংবাদ সংস্থা, মুম্বই: মুম্বইয়ে শুরু হয়েছে অভিনেতা রাজ কপুরের জন্মশতবর্ষ উপলক্ষে চলচ্চিত্র উৎসব। সেই উপলক্ষে কাপুর পরিবারের নবীন-প্রবীণ প্রজন্মের সকলেই ধরা দিয়েছেন এক ফ্রেমে। বর্ণাঢ্য সেই অনুষ্ঠানেই রণবীর কপুরের স্ত্রী আলিয়া ভাট এবং অভিনেতার মা নিতু কাপুরের এক ভিডিও ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
আসলে বিটাউনের পাপারাৎজিদের চোখে যেন কোনও কিছুই এড়িয়ে যায় না। তারকাদের অন্দরমহলের অনেক গোপন কথাই বলে দেয় তাঁদের ক্যামেরাবন্দি মুহূর্তরা। ঠিক যেমন কাপুর পরিবারের অনুষ্ঠানে আলিয়া-নিতুর কথোপকথনের একটি দৃশ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে, শাশুড়ি নিতুর সঙ্গে কথা বলতে যান আলিয়া। কিন্তু বৌমাকে যে পাত্তাই দেননি তিনি। আলিয়াকে পাশ কাটিয়ে কিন্তু সেখানে উপস্থিত ছেলে রণবীরের সঙ্গে কথা বলেন নিতু। আর কাপুর পরিবারের এই ভিডিও ছড়িয়ে পড়তে শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে তুঙ্গে।
প্রকাশ্যে শাশুড়ি-বৌমার সম্পর্কের রসায়ন! আলিয়াকে পাত্তা দিলেন না নিতু কাপুর? ভিডিও ঘিরে জোর চর্চা
আলিয়া-নিতুর সম্পর্ক নিয়ে যদিও এর আগে তেমন কিছু শোনা যায়নি। বরং ননদ করিনা কপূর খানের সঙ্গে এক কথোপকথনে আলিয়া জানিয়েছিলেন, কাপুর পরিবারে যে মানুষটিকে সবচেয়ে বেশি ভালবেসে ফেলেছেন তিনি নীতু। রণবীর বা রাহার থেকেও তাঁর শাশুড়িকে বেশি আপন বলে মনে হয়। তবে কি এ শুধু মুখের কথা! নাকি লুকিয়ে রয়েছে শাশুড়ি-বৌমার সম্পর্কের অন্য কোনও রসায়ন! ধন্দে রয়েছেন নেটাগরিকরা।
রুপোলি পর্দার ‘সাদা-কালো’ থিমকে মাথায় রেখেই রাজ কাপুরের অনুষ্ঠানেপোশাক বেছেছিলেন সকলে। তবে সবচেয়ে বেশিনজর কেড়েছিলেন আলিয়া এবং রণবীর জুটি। পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি দুধ-সাদা মখমলের শাড়ি পরেন আলিয়া। হালকা বেগনি বা ল্যাভেন্ডার রঙের সরু পাড়ের শাড়িটি জুড়ে রয়েছে ছোট ছোট ফুল-পাতার নকশা। সঙ্গে মানানসই ‘ভি-কাট’ গলার ব্লাউজে ‘নো মেকআপ’ লুক, ঢেউ খেলানো খোলা চুল, হালকা মুক্তোর চোকার পরে পুরনো দিনের নায়িকার মতোই নজর কেড়েছিলেন 'গাঙ্গুবাঈ'। একেবারে বিপরীত রঙে সেজেছেন রণবীর। কালো রঙের ভেলভেটের শেরওয়ানির সঙ্গে সাদা পাজামা পরেছিলেন পর্দার 'সঞ্জু'।
