সংবাদ সংস্থা, মুম্বই: মুম্বইয়ে শুরু হয়েছে অভিনেতা রাজ কপুরের জন্মশতবর্ষ উপলক্ষে চলচ্চিত্র উৎসব। সেই উপলক্ষে কাপুর পরিবারের নবীন-প্রবীণ প্রজন্মের সকলেই ধরা দিয়েছেন এক ফ্রেমে। বর্ণাঢ্য সেই অনুষ্ঠানেই রণবীর কপুরের স্ত্রী আলিয়া ভাট এবং অভিনেতার মা নিতু কাপুরের এক ভিডিও ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। 
আসলে বিটাউনের পাপারাৎজিদের চোখে যেন কোনও কিছুই এড়িয়ে যায় না। তারকাদের অন্দরমহলের অনেক গোপন কথাই বলে দেয় তাঁদের ক্যামেরাবন্দি মুহূর্তরা। ঠিক যেমন কাপুর পরিবারের অনুষ্ঠানে আলিয়া-নিতুর কথোপকথনের একটি দৃশ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গিয়েছে, শাশুড়ি নিতুর সঙ্গে কথা বলতে যান আলিয়া। কিন্তু বৌমাকে যে পাত্তাই দেননি তিনি। আলিয়াকে পাশ কাটিয়ে কিন্তু সেখানে উপস্থিত ছেলে রণবীরের সঙ্গে কথা বলেন নিতু। আর কাপুর পরিবারের এই ভিডিও ছড়িয়ে পড়তে শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে তুঙ্গে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by TAHIR JASUS007 (@tahirjasus)