সমাজমাধ্যমে বরাবরই সক্রিয় মনামী ঘোষ। তাঁর প্রতিটা পোস্টই ভক্তদের মনে জায়গা করে নেয়। কখনও ভ্রমণ, কখনও ট্রেন্ডিং গানে নাচের ভিডিও, কখনও আবার ক্যান্ডিড লুকে ফ্রেমবন্দি হয়ে থাকেন তিনি। তবে কমেন্ট বক্সে মজার মজার মন্তব্য ঘিরেও মাঝে মধ্যে চর্চার কেন্দ্রে জায়গা করে নেন তিনি।
হাতে একটু ছুটি পেলেই জীবনটা উপভোগ করায় সুযোগ খুঁজতে থাকেন অভিনেত্রী। দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে চলে যান মনামী। এবারও শীত পড়ার মুখেই পাহাড়ে বেড়াতে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে একেবারে চোখ ধাঁধানো লুকে ধরা দিলেন অভিনেত্রী।
পাহাড়ি রিসোর্টের রুফটপ পুলে নামলেন মনামী। নীল মনোকিনিতে যেন অনন্যা! স্নানের ছবি সমাজমাধ্যমে ভাগ করলেন নির্দিধায়। পাহাড়ের কোলে নীল মনোকিনিতে যেন আরও উজ্জ্বল মনামী ঘোষ। তাঁর এই লুকে একগুচ্ছ ছবি ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। তবে বাদ যাননি টলি তারকারাও। অভিনেত্রী গীতশ্রী রায় থেকে শুরু করে মল্লিকা মজুমদারও মনামীর এই লুকের প্রশংসা করেছেন। সব মিলিয়ে আবারও চর্চায় অভিনেত্রী।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Monami Ghosh (@monami_ghosh)
অভিনেত্রী তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছোটপর্দার হাত ধরে। টলিপাড়ার অন্দরের গুঞ্জন আবারও নাকি ছোটপর্দায় ফিরছেন মনামী। কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? এই বিষয়ে যদিও মুখ খোলেননি তিনি। কারণ, এরকম গুঞ্জন হামেশাই শোনা যায়।
প্রতিবার পুজোর সময়েই তিনি নতুন একটা করে মিউজিক ভিডিও নিয়ে আসেন। তবে শুধু মিউজিক ভিডিও নয়, তাঁর প্রত্যেকটা ভিডিওতেই থাকে একটা করে গল্প। এবারের পুজোয় নতুন মিউজিক ভিডিওতে একটি গল্প বললেন মনামী ঘোষ। এবার পুজোর আগেই, মুক্তি পেয়েছিল মনামী ঘোষের নতুন মিউজিক ভিডিও, 'কল্কি'। ইউটিউবে প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিওর গান লিখেছেন ঋতম সেন, সুর দিয়েছেন রয়েছেন রথিজিৎ ভট্টাচার্য। এই গানের প্রচারে নীল আলতা পরে দেখা যেত মনামীকে। এবার সেই রেশ বজায় রেখেই নীল মনোকিনিতে ধরা দিলেন অভিনেত্রী।