বর্তমানে অভিনেত্রী ইধিকা পালের কেরিয়ার গ্রাফ উর্ধ্বমুখীই বলা চলে। ইধিকাকে নিয়ে চর্চা চলতেই থাকে নেটপাড়ায়। অভিনেত্রীর ওপার বাংলার কাজ থেকে শুরু করে, টলিউডে পরপর দুটো ছবিতে দেবের প্রেমিকার চরিত্রে অভিনয়। সবটাই থাকে নেটিজেনদের চর্চায়। সম্প্রতি, ইধিকার এক সাক্ষাৎকার ঘিরে জোর চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
মুক্তি পেয়েছে আকাশ মালাকারের ছবি 'বহুরূপ'। এই ছবিতে প্রথমবার বড়পর্দায় জুটি বেঁধেছেন সোহম-ইধিকা। এই প্রথমবার জুটি বেঁধে নিজেদের ভেঙেচুরে নতুনভাবে দর্শকের সামনে মেলে ধরার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তাঁরা। তার ঝলক দর্শক আগেই দেখেছেন। ছবির একটি অংশে ছৌ নৃত্য দেখানো হয়েছিল। ছবিতে ছৌ নাচের অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে ওই সাক্ষাৎকারে ইধিকা ছৌ নাচকে 'ছাউ নাচ' উচ্চারণ করেন। সেই সাক্ষাৎকারের অংশ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা ঘিরে নতুন করে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।
এই বিষয়ে এবার মুখ খুললেন ইধিকা। আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "আসলে এই বিষয়ে আমার কিছুই বলার নেই। কেনই বা এত উত্তর দেব? যে যা ভাবছে ভাবুক। এত কথা এই নিয়ে বললে তো বিষয়টা আবারও অতিরিক্ত গুরুত্বপূর্ণ বলে মনে হবে। ইংরেজিতে ওই নাচের ফর্মটি যেভাবে উচ্চারণ করা হয়, সেভাবেই সাক্ষাৎকারে করেছিলাম। এবার যদি কেউ ভাবেন যে সাক্ষাৎকারটি বাংলায় ছিল, তাই বাংলায় কথা বলতে হবে, সেটা তো এমনিতেই করেছি। মাঝে কিছু ইংরেজি চলতি শব্দ ব্যবহার করলে এত সমস্যা তৈরি হওয়ার তো কথা নয়। এটা নিয়ে কী বলি বলি বলুন তো! সত্যিই কিছু বলাই নেই।"
প্রসঙ্গত, 'বহুরূপ'-এ সোহম-ইধিকাকে দেখে আবারও সোহমের পুরনো ছবির রেশ খুঁজে পেয়েছেন দর্শক। ছবির গানে নস্টালজিয়া তৈরি হয়েছে অনুরাগী মহলে। বাংলা সিনেমার ইতিহাসে প্রথম কোন অভিনেতাকে একসঙ্গে সাতটি চরিত্রে অভিনয় করতে দেখছেন দর্শক। এই চ্যালেঞ্জ নিয়েছেন সোহম চক্রবর্তী। ইধিকা পালকেও দেখা যাচ্ছে বেশ কয়েকটি ভিন্ন অবতারে।

এই চরিত্র প্রসঙ্গে ইধিকা বলেছিলেন, "সব সময় চেষ্টা করি, প্রতিটি চরিত্র নতুনভাবে তুলে ধরতে। যাতে প্রতিটি চরিত্রই দর্শক আলাদাভাবে মনে রাখেন। তবে হলফ করে বলতে পারি, এই ধরনের চরিত্রে আগে আমায় ভাবা হয়নি। নিজেও ভাবিনি এমন একটা চরিত্রের প্রস্তাব পাব। অনেককিছু শিখেছি এই ছবিটা থেকে। আশা করি, দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব।"
ছবিতে অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে , ভরত কল, দেবলিনা দত্ত সহ অনেকেই। রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতের জাদুতেই এক অঙ্গে সাত রূপ নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন সোহম চক্রবর্তী। ছবিতে যেমন দর্শক থ্রিলারের স্বাদ পাবে তেমনই আছে প্রেম-ভালবাসা-আবেগের মিশেল।
