সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেত্রী হিনা খানের ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে ভেঙে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু অভিনেত্রীর মনের অদম্য জোর দেখে তাঁকে আশ্বাস দিতে পাশে দাঁড়িয়েছেন অনুরাগীরাও।

 


চিকিৎসা মাঝেও শুটিং ফ্লোর কিংবা মঞ্চেও দেখা গিয়েছে হিনাকে। তাঁর জীবনে বাধা অনেক কিন্তু পাশে রয়েছে পরিবার ও কাছের বন্ধুরা। বাবাকে হারিয়েছেন ২০২১-এ। সবসময় পাশে রয়েছেন মা এবং প্রেমিক রকি জয়সওয়াল। নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি দু'জনের কেউই। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হিনার ছায়াসঙ্গী হয়ে পাশে রয়েছেন রকি। 

 

 

ক্যানসারের বিরুদ্ধে হিনার লড়াই নজর কেড়েছে নেটিজেনদের। আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, অস্ত্রপ্রচার হয়েছে তাঁর। কিন্তু এই মুহূর্তে পুরোপুরি সুস্থ নন তিনি। তাই এখনও চলছে লড়াই। চলতি বছর ইদে কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা ছিল হিনার। কিন্তু নানা কারণে তা হয়নি। 

 


মুম্বই সংবাদমাধ্যমকে হিনা খানিকটা আবেগের স্বরে জানান, ইদে তাঁর একটাই প্রার্থনা থাকবে সকল ক্যানসার আক্রান্ত মানুষের জন্য। সবাই যেন এই মারণ রোগকে জয় করতে পারেন। সেই সঙ্গে অভিনেত্রী বলেন, "আর কোনওদিন যেন ক্যানসার আমাকে না ছুঁতে পারে, সেই প্রার্থনাই করব। কারণ, যা যন্ত্রণা সহ্য করেছি, তা সত্যিই দুর্বিষহ।"