নিজস্ব সংবাদদাতা, মুম্বইঃ শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। মারণরোগ তাঁকে কোনওভাবে দমিয়ে রাখতে পারেনি৷ চিকিৎসা চলাকালীন বিরতি দেননি কাজে। যন্ত্রণার ছিটেফোঁটা আঁচ কর্মক্ষেত্রে লাগতে দেননি হিনা খান৷ মারণ রোগের সঙ্গে লড়াইয়ের বিভিন্ন মুহূর্ত সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এরই মাঝে বিয়ে করলেন হিনা। দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে গাটছঁড়া বাঁধলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী।
কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকি জয়সওয়ালের সঙ্গে বহুদিনের সম্পর্ক হিনা খানের। নিজেকে একেবারে পারফেক্ট প্রেমিক হিসেবে প্রমাণ করেছেন রকি। আগাগোড়া ক্যানসার আক্রান্ত হিনার প্রায় ছায়াসঙ্গী হিসেবেই রয়েছেন রকি। প্রেমিকার মনোবল বাড়াতে কখনও মাথা কামিয়েছেন। কখনও মুখে তুলে দিয়েছেন খাবার। আবার কখনও বা মক্কায় সফরসঙ্গী হয়েছেন। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন যুগল।
কোনও ধর্মীয় আচার নয়, একেবারে সাদামাঠাভাবে আইনি মতে বিয়ে সারলেন তারকা যুগল। দু’জনে পরেছিলেন রংমিলান্তি পোশাক, হাতে বড় হিরের আংটি। বিয়ের আসরে বরকে চুমু খেতেও দেখা গেল অভিনেত্রীকে। ইনস্টাগ্রামে শুভক্ষণের বিভিন্ন ছবি ভাগ করে নিয়ে হিনা লিখেছেন, ‘‘দুটি পৃথক জগৎ থেকে এসে আমরা ভালবাসার এক বিশ্ব তৈরি করেছি। আমাদের পার্থক্যগুলো ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় একসঙ্গে হয়েছে। আমরা আজীবনের বন্ধন তৈরি করলাম....।"
২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা হয়েছিল রকি-হিনার। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। স্টার প্লাসের ধারাবাহিকের হাত ধরেই কলকাতার ছেলেকে মন দিয়ে দেন কাশ্মীরের মেয়ে। এক সময়ে বলিমহলের অন্দরে কান পাতলে শোনা যেত, হিনা ও রকির বিয়েতে অন্তরায় নাকি ধর্ম! আর তারই মধ্যে গোদের উপর বিষফোঁড়ার মতো প্রেমিক যুগলের জীবনে নেমে এসেছে ক্যানসার। কিন্তু এতটুকু মনের জোর হারাননি টেলিভিশনের 'শেরনি'। সবসময় পাশে ছিলেন রকিও। তাঁরা যে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন এমন আভাস মিলেছিল কয়েক দিন আগেই।
সম্প্রতি এক রিয়েলিটি শোয়ের শুটিং ফ্লোরে হাজির হয়েছিলেন রকি ও হিনা। সেখানেই এমনভাবে জুটিকে আপ্যায়ন করা হয়, যেন রকি বরযাত্রী নিয়ে ঢুকছেন। এই প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে রকি ও হিনাকে সেটে নিয়ে আসেন। সেই ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের মনে কৌতূহল আসতে থাকে, তবে কি এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন যুগল! অবশেষে পরিণতি পেল বহুদিনের সম্পর্ক।
