নিজস্ব সংবাদদাতা: সমাজমাধ্যম যা রটে, সত্যিই কি তাই ঘটে? এই প্রশ্ন তুললেন অভিনেত্রী দেবলীনা কুমার। সম্প্রতি, তাঁর একটি পোস্ট ঘিরে জল্পনা জোরালো হয়েছে নেটপাড়ায়। একটি মিম ভাগ করে দেবলীনা হাসির ইমোজি দিয়েছেন। সেই পোস্টে লেখা ছিল, 'একজন সাধারণ মহিলার জন্য বড়লোক স্বামী এবং সুপুরুষ প্রেমিক হলেই যথেষ্ট। তবে তার থেকে বেশি কিছু হলে সেটাকে প্রতারণা বলে‌।'

 

 

দেবলীনার এই পোস্ট ঘিরেই জল্পনার সূত্রপাত। যদিও কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলেন তিনি। টলিপাড়ার অন্দরে রটেছিল অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা ভুয়ো তথ্য। যদিও এইসব বিষয়কে বরাবরই এড়িয়ে গিয়েছেন তিনি। তবে এই নতুন পোস্ট ঘিরে ফের জল্পনা দানা বাঁধতেই মুখ খুললেন দেবলীনা। 

 


আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "আজকাল যেকোনো বিষয়ে মানুষের এত কৌতূহল যে সাধারণ জিনিসকেও জটিল বানিয়ে দেয়। খুব মজা লেগেছিল মিমটি দেখে, তাই শেয়ার করেছিলাম। এর পিছনে আর কোনও কারণ ছিল না। কিন্তু পরে বুঝলাম, সবাই বাঁকা নজরে দেখছেন বিষয়টি, তাই মুছে দিয়েছি পোস্টটা। এই কারণেই গৌরব সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করে না। ভাবতেও পারিনি এটা নিয়েও কথা উঠবে। আর কোনওদিন এইরকম পোস্ট করব না ঠিক করেছি।"