সংবাদসংস্থা মুম্বই: বচ্চন পরিবার নাকি ভাঙনের মুখে! বচ্চন পরিবারের সাংসারিক অশান্তি নিয়ে কম আলোচনা চলছে না সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে, ননদ শ্বেতা বচ্চনের নামে বাংলো লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। তার জন্যই নাকি গোঁসা হয়েছে বৌমা ঐশ্বর্য রাই বচ্চনের। তাই নাকি অভিষেক বচ্চনের সঙ্গে একেবারেই বনিবনা হচ্ছে না রাইসুন্দরীর। মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা নিজের ফ্ল্যাটে থাকছেন তিনি।
অনেক অনুষ্ঠানেই শুধু মা-মেয়েকেই দেখা গিয়েছে। সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডেও মা-মেয়েকে হাত ধরাধরি করে দেখা গেল তাঁদের। এদিকে বচ্চন পরিবারের 'জলসা'র পাশেই নিজের বিলাসবহুল আবাসন কিনেছেন অভিষেক। তবে কি এবার তিনিও আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন? এইসব গুঞ্জনে যদিও এখনও পর্যন্ত সিলমোহর দেননি কেউই।
এর মাঝেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। ফারা খান পরিচালিত 'হ্যাপি নিউ ইয়ার'-এ নায়িকা হিসাবে দীপিকা নন, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য। কিন্তু ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করতে হবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন? সম্প্রতি, প্রকাশ্যে এসেছে ঐশ্বর্যর একটি পুরনো সাক্ষাৎকার। সেখানেই এই বিষয়ে খোলসা করেছেন অভিনেত্রী।
ঐশ্বর্যর কথায়, "ছবিতে অভিষেকও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিল। কিন্তু আমাকে অভিনয় করতে হত শাহরুখের বিপরীতে। ছবিতে অভিষেক থাকার পরেও অন্য অভিনেতার সঙ্গে জুটি বাঁধা আমার পক্ষে সহজ ছিল না। তাই প্রস্তাব নাকচ করেছিলাম।"
