সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে গুঞ্জন, অভিষেক এবং ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদ হওয়া নাকি এখন শুধু সময়ের অপেক্ষা। এহেন আবহে নারীবাদ-এর কথা উঠে এল ঐশ্বর্যর মুখে। রাস্তায় শ্লীলতাহানি অথবা হেনস্থার শিকার হলে কীভাবে তা মোকাবিলা করবেন নারীরা? একটি ভিডিওর মাধ্যমে নারীদের উদ্দেশ্যে সেই হদিস দিলেন ঐশ্বর্য।
হলিউডেও ভারতের যেসব অভিনেত্রীর সমান জনপ্রিয়তা, সেই তালিকায় একেবারে উপরে রয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন। এক আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার তরফে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই সংস্থার অন্যতম মুখ ঐশ্বর্য। সেই ভিডিওতেই বলি-অভিনেত্রীর মুখে উঠে এল এই কথা। 'দেবদাস'-এর নায়িকাকে বলতে শোনা যাচ্ছে, "পথ-হেনস্থা। কীভাবে তা মোকাবিলা করবে? মুখ ঘুরিয়ে, পাত্তা না দিয়ে? একদম না। বরং চোখে চোখ রেখে। মাথা উঁচু করে সমস্যার সরাসরি মুখোমুখি হও। আমার শরীর, আমার গর্ব। নিজের মর্যাদার জন্য, সম্মানের জন্য এগিয়ে যাবে। রাস্তার মধ্যে হেনস্থার শিকার হলে নিজের উপর কখনও সন্দেহ করবে না। নিজের পোশাক, লিপস্টিকের রঙ কোনও কিছুকেই দায়ী করবে না। পথেঘাটে হেনস্থা হওয়ার পিছনে কখনও-ই , কোনওভাবেই তুমি দায়ী নয়!" ভিডিও পোস্টটি শেয়ার করে ক্যাপশনে ঐশ্বর্য লিখেছেন, "আমরা উঠে দাঁড়িয়েছি"।
প্রসঙ্গত, ২০০৭ সালে অভিষেক-ঐশ্বর্য গাঁটছড়া বাঁধেন। এরপর তাঁদের জীবনে আসে কন্যা আরাধ্যা। ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ সেরে ফেলেছেন দু’জনে। কখনও সম্পত্তি ভাগের জেরে পারিবারিক অশান্তির কথা শোনা গিয়েছে। আবার কখনও বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে জুনিয়র বচ্চনের বিরুদ্ধে।
