সংবাদ সংস্থা মুম্বই: দক্ষিণে তাঁর ঝুলিতে রয়েছে একের পরে এক হিট ছবি। বলিউডেও শক্ত জমি তৈরি করে ফেলেছেন অভিনেতা বিজয় সেতুপতি। ‘জওয়ান’ ছবিখ্যাত সেই অভিনেতা বিজয় সেতুপতির ‘মহারাজা’ ছবিটি মুক্তি পাওয়ার পরপরই হইচই শুরু হয়েছিল দর্শকমহলে। নেটপাড়ার আনাচেকানাচেও পৌঁছে গিয়েছিল এই ছবির প্রশংসা। এবার এই ছবির প্রশংসায় পঞ্চমুখ চিনা নাগরিকেরা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে 'মহারাজা'র ক্লাইম্যাক্স দৃশ্য দেখে চোখ ছলছল চিনা দর্শকের। অবিকল যে হাল হয়েছিল ভারতীয় দর্শকেরও। আগামী ২৯ নভেম্বর চিনে মুক্তি পাবে এই ছবি। কিন্তু এটার আগে সে দেশের বেশ কিছু জায়গায় এ ছবির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই বহু দর্শক এই ছবি দেখেন। ভারতীয় ও চিনা নাগরিকদের নিজের ছবির মাধ্যমে একসূত্রে বাঁধলেন অভিনেতা বিজয় সেতুপতি!
চলতি বছরের জুনে মুক্তি পেয়েছিল ‘মহারাজা’। বিজয় সেতুপতির এই ৫০তম ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন নীথিলান স্বামীনাথন। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অনুরাগ কাশ্যপকেও। তামিল, হিন্দি, তেলেগু সহ একাধিক ভাষায় ভারত জুড়ে মুক্তি পেয়েছিল ‘মহারাজা’।
ছবিতে বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে মমতা মোহনদাস, নটরাজন সুব্রামানিয়াম, অভিরামি গোপীকুমার, সিঙ্গামপুলি, আরুলদোস এবং মুনিশকান্তকে। একটি প্রতিবেদন অনুসারে, 'মহারাজা' ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি টাকা আয় করেছে। মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে শুধু তামিলনাড়ু থেকে ভারতীয় মুদ্রায় ৬০ কোটি টাকা আয় করেছিল।
