বলিউড অভিনেতা সুনীল শেট্টি সম্প্রতি আধুনিক যুগের সম্পর্কের ভঙ্গুর অবস্থার জন্য ভার্চুয়াল দুনিয়াকে দায়ী করলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, আজকাল মানুষ বাস্তব জীবনের চেয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে এতটাই ডুবে থাকে যে সম্পর্কের মধ্যে সত্যিকারের যোগাযোগ ও বোঝাপড়া হারিয়ে যাচ্ছে।

 

 

 

এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে সুনীল বলেন, “বিয়ের আগেই এখন অনেকে বিচ্ছেদের মুখোমুখি হচ্ছে। সম্পর্কগুলোতে আর সেই গভীরতা থাকছে না। এর প্রধান কারণ হল ভার্চুয়াল জগতে মানুষের অতিরিক্ত আসক্তি। মানুষ এখন নিজেকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।”

 

 

আরও পড়ুন: সুশান্তের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল তনুশ্রী দত্তের, শুটিং শুরুর আগেই ঘটেছিল মারাত্মক বিপদ! ফের বিস্ফোরক মন্তব্যে কী জানালেন অভিনেত্রী?

 

তিনি আরও বলেন, “আগে সম্পর্কগুলো অনেক দৃঢ় ছিল। কারণ মানুষ একে অপরের সঙ্গে সময় কাটাত, চোখে চোখ রেখে কথা বলত। কিন্তু এখনকার যুগে সোশ্যাল মিডিয়া, চ্যাট অ্যাপ, এবং ভার্চুয়াল কমিউনিকেশনের মাধ্যমে একটা দূরত্ব তৈরি হয়েছে।”

 

 

 

সুনীল শেট্টির মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আবারও বাস্তব জগতের দিকে ফিরে আসতে হবে, মানুষকে সময় দিতে হবে এবং মানসিকভাবে উপস্থিত থাকতে হবে। তিনি জানান, মানুষ এখন এতটাই ডিজিটাল জগতে ডুবে আছে যে বাস্তব জীবনের সম্পর্কগুলোতে আর ধৈর্য, বোঝাপড়া ও সময় দেওয়ার মানসিকতা নেই।

 

 

 

সুনীল বলেন, “আজকাল মানুষ ধৈর্য ধরতে চায় না। বিয়ের পর ছোটখাটো সমস্যায়ও বিচ্ছেদের পথে চলে যায়। বিয়ের আগেই কেউ কেউ আলাদা হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক।”

 

 

 

তিনি আরও বলেন, “ভার্চুয়াল দুনিয়া আজ এমন একটা জায়গায় পৌঁছেছে, যেখানে মানুষ বাস্তবতাকে ভুলে যাচ্ছে। দাম্পত্য জীবনে ঝামেলা হবেই, কিন্তু সেটা কাটিয়ে ওঠার জন্য পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া দরকার। আগে পরিবারগুলো একে-অপরকে সময় দিত, এখন সেই জায়গাটা সোশ্যাল মিডিয়া নিয়ে নিচ্ছে।”

 

 

 

সুনীল শেট্টি জানান, তিনি নিজে দীর্ঘদিন ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন, কারণ তার পরিবারে ভালোবাসা ও বোঝাপড়ার জায়গা আছে। তাঁর কথায়, “যদি স্বামী কাজ করে, স্ত্রী সন্তানদের দায়িত্ব নেয় — এভাবেই ভারসাম্য বজায় রাখতে হয়।”

 

 

 

যদিও এই মন্তব্যের জেরে আবারও নেটিজেনদের কটাক্ষের শিকার হতে শুরু করেছেন সুনীল। তাঁর এই মন্তব্যে নারী-পুরুষের ভেদাভেদকে স্পষ্ট করেছেন নেটিজেনরা। তাঁর এই মন্তব্যকে ঘিরে চর্চা চললেও, এই বিষয়ে পাল্টা কিছু বলেননি অভিনেতা। এর আগেও নিজের মন্তব্যের জেরে বিপাকে পড়েছিলেন তিনি।

 

 

 

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল দাবি করেছিলেন, তাঁর মেয়ের মানসিক জোর খুব বেশি। তাই আরামদায়ক অস্ত্রোপচার পদ্ধতিতে সন্তানের জন্ম দিতে চাননি তিনি। বরং প্রসববেদনা সহ্য করেই মেয়ের জন্ম দিয়েছেন। সুনীল বলেন, “এই পৃথিবীতে যখন সকলেই সি সেকশন পদ্ধতিতে আরাম করে সন্তানের জন্ম দিতে চায়, তখন আমার মেয়ে বেছে নিয়েছিল স্বাভাবিক প্রসব পদ্ধতি। আমার মনে আছে, কী ভাবে হাসপাতালে নার্স থেকে শিশুরোগ বিশেষজ্ঞ সকলেই বলেছিলেন অবিশ্বাস্য ভাবে আথিয়া পুরোটা সামলেছে। এটা বাবা হিসাবে এটা আমাকে নাড়া দিয়েছে।" কিন্তু এরপরেই সুনীলের দিকে ধেয়ে এসেছে কটাক্ষের তির।