অভিনেতা সতীশ শাহের আকস্মিক মৃত্যুতে তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং ‘সারভাইভার্স সারভাইভার্স’ সহ-অভিনেত্রী রত্না পাঠক শাহ গভীরভাবে শোকাহত। কয়েক দশক ধরে বহু জনপ্রিয় চরিত্রে দর্শকের মনে জায়গা করে রাখা প্রখ্যাত অভিনেতার শেষরক্ষা আর হল না। ২৫ অক্টোবর দুপুর ২:৩০ নাগাদ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪।
সম্প্রতি এক আবেগপূর্ণ লেখায় রত্না জানিয়েছেন, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে সতীশ শাহের সঙ্গে তাঁর শেষ হোয়াটসঅ্যাপ বার্তা বিনিময় হয়েছিল, যা এখন তাঁর কাছে এক বেদনাভরা স্মৃতি। রত্না পাঠক শাহ লেখেন যে, গত ২৫ অক্টোবর, ঠিক দুপুর ১২টা ৫৭ মিনিটে, তিনি সতীশ শাহের কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পান। রসিকতা করে পাঠানো সেই মেসেজে লেখা ছিল, “বয়সের কারণে প্রায়ই আমাকে ভুল করে প্রাপ্তবয়স্ক ভাবা হয়।” সতীশের এই মজার মেসেজে রত্না পাঠক শাহ আনন্দিত হয়ে দুপুর ২টো ১৪ মিনিটে উত্তর দেন, “এটা তোমার জন্য একদম ঠিক!”
কিন্তু এর মাত্র দু'ঘণ্টা পর, বিকেল ৩টে ৪৯ মিনিটে, প্রযোজক জে.ডি. মেথিয়ার কাছ থেকে তাঁর কাছে একটি মর্মান্তিক বার্তা আসে— “সতীশভাই আর নেই!” এই খবর পাওয়ার পর রত্না পাঠক শাহের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল চরম অবিশ্বাস। তিনি লিখেছেন, "প্রথমে মনে হয়েছিল, কেউ হয়তো খুব খারাপ স্বাদের কৌতুক করছে। কিন্তু যখন ঘটনাটি সত্যি বলে বুঝলাম, তখন তা আরও বেশি অবিশ্বাস্য মনে হল। সতীশ নেই! যে মানুষটি জীবনকে আরও পূর্ণভাবে যাপন করতে বদ্ধপরিকর ছিল, যে মানুষটি জীবনে আসা প্রতিটি আঘাতকে হাসি মুখে গ্রহণ করে সামনে এগিয়ে যেত, সে চলে গেল!"

তিনি আরও জানান, তাঁদের বন্ধুদের মধ্যেও একইরকম হতভম্ব অবস্থা বিরাজ করছিল। সবাই একে অপরকে আতঙ্কিত হয়ে মেসেজ পাঠাতে শুরু করে, কারণ কেউ জানত না কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত। পরে জানা যায়, সেই দিন সতীশের মৃত্যুসংবাদ আসার কিছুক্ষণ আগে আরও অনেকেই তাঁর কাছ থেকে একইরকম হাসিখুশি মজার বার্তা পেয়েছিলেন।
রত্না পাঠক শাহের লেখা থেকে বোঝা যায়, সতীশ শাহ মৃত্যুর আগ পর্যন্ত তাঁর চিরাচরিত কৌতুকপূর্ণ মেজাজে ছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অন্যদের আনন্দ বিলিয়ে গেছেন। 'সারভাইভার্স সারভাইভার্স' ধারাবাহিকে মায়া এবং ইন্দ্রবর্ধন সারাভাইয়ের চরিত্রে তাঁদের অনবদ্য রসায়ন যেমন দর্শকদের মন জয় করেছিল, তেমনই বাস্তব জীবনে তাঁদের গভীর বন্ধুত্বও ছিল সুপরিচিত। এই আকস্মিক বিয়োগ অভিনেতার অসংখ্য অনুরাগী ও সহকর্মীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আরও পড়ুন: 'দয়া করে আমায় একা থাকতে দিন,' মুম্বইয়ের রাস্তায় হঠাৎ কেন ক্ষেপে উঠলেন আমির খানের প্রেমিকা গৌরী?
প্রসঙ্গত, সতীশ শাহ ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘জানে ভি দো ইয়ারো’ এবং ‘ম্যায় হুঁ না’-র মতো ছবি এবং ধারাবাহিকে তাঁর অভিনয় এখনও স্মৃতির পাতায় জীবিত। সতীশ শাহ দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন এবং সম্প্রতি কিডনি প্রতিস্থাপন করেছেন।
শুরু থেকে অভিনয়ের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সতীশ। ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। ‘জানে ভি দো ইয়ারো’ এবং ‘ম্যায় হুঁ না’-র মতো জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় দর্শকদের হৃদয়ে অমর হয়ে আছে।
এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সতীশের করা শেষ পোস্টটি। অভিনেতার শেষ পোস্টে কী ছিল? শেষ করা পোস্টে তিনি সম্মান জানিয়েছেন কিংবদন্তি অভিনেতা শম্মি কাপুরকে।
ওই পোস্টের মাধ্যমে তিনি লিখেছিলেন, 'তুমি সর্বদা আমাদের আছো।' এই আনমনে লেখাটি এখন শুধু একটি শ্রদ্ধার বার্তা নয়, বরং একটি অসময়ে হয়ে ওঠা বিদায়।
