'অনিমেষ দত্ত ইজ ব্যাক!' ফের একবার অ্যাকশন অবতারে ধরা দিতে চলেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। রাজ চক্রবর্তীর পরিচালনায় 'প্রলয়' ছবিটি মুক্তির পর সাড়া ফেলে দিয়েছিল। এরপর ২০২৩ সালে জি ফাইভের সঙ্গে হাত মিলিয়ে ওটিটির পর্দায় রাজ এনেছিলেন 'আবার প্রলয়'। সিরিজটি মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসা পেয়েছিল। গত কয়েক মাস ধরেই টলিপাড়ায় গুঞ্জন, সিরিজের দ্বিতীয় সিজনের পরিকল্পনায় রাজ। 

 

জল্পনা এবার সত্যি হল। পরিচালক নিজেই সমাজমাধ্যমে জানিয়ে দিয়েছিলেন আসছে 'আবার প্রলয় ২'। আবার বড়সড় ঝড় উঠতে চলেছে! তার ইঙ্গিত দিয়ে দিলেন রাজ। সিরিজের মহরৎ হয়ে গিয়েছে। রাজের পরিচালনায়, এই সিরিজের সংলাপ লিখেছেন শৌভিক ভট্টাচার্য। 

 

জানা যাচ্ছে, বরাবরের মতো 'অফিসার অনিমেষ দত্ত'-এর চরিত্রে থাকবেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এবারের গল্পে উঠে আসবে গ্যাংস্টারদের কাহিনি। অপরাধ জগতের অন্ধকার এই সিরিজের দ্বিতীয় সিজনে আরও জোরালো হতে চলেছে! খবর এমনটাই। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই সিরিজের। নৈহাটিতে চলছে অ্যাকশন দৃশ্যের শুটিং। নৈহাটির রাস্তায় পরিচালক ও শাশ্বতর যুগলবন্দী ধরা পড়েছে পথচলতি মানুষের ক্যামেরায়। সেই ভিডিওই এখন ছড়িয়েছে সমাজমাধ্যমে। শাশ্বত চট্টোপাধ্যায়কে আবারও অ্যাকশন অবতারে চোখের সামনে দেখে দারুণ উত্তেজিত দর্শক। 


সূত্রের খবর এই সিরিজে খল নায়কদের চরিত্রে দেখা যেতে চলেছে টলিউডের একঝাঁক তারকাকে। সূত্রের খবর, থাকবেন লোকনাথ দে, অনুজয় চট্টোপাধ্যায়, ওম সাহানির মতো অভিনেতারা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খরাজ মুখার্জিকেও।এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন একাধিক তারকা। তবে কোনও নতুন মুখ থাকবেন কিনা রাজের 'আবার প্রলয় ২'-এ, তা এখনও পর্যন্ত জানা যায়নি। 


২০২৩-এ মুক্তিপ্রাপ্ত 'আবার প্রলয়'-এ অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে নতুনভাবে আবিষ্কার করেছিলেন রাজ চক্রবর্তী। দর্শকের চোখে কৌশানী হয়ে উঠেছিলেন 'অচেনা'। এবারও কোনও অভিনেত্রীকে পর্দায় নিজেকে প্রমাণ করার সুযোগ দেবেন রাজ? তা সময়ই বলবে। 

 

 

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে রাজের আগামী ছবি 'হোক কলরব'। যাদবপুরের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবিটি। মুখ্য চরিত্রে একঝাঁক তরুণ তারকাকে পছন্দ করেছেন পরিচালক। দেখা যাবে রোহন ভট্টাচার্য, ওম সাহানি, জন ভট্টাচার্য, দেবদত্ত রাহা, অভীকা মালাকার-সহ ছোট ও বড়পর্দার চেনামুখের পাশাপাশি নবাগতরাও। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাংসদ পার্থ ভৌমিক, শাশ্বত চট্টোপাধ্যায়কে।