সংবাদ সংস্থা মুম্বই: গত ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন সইফ আলি খান। গভীর রাতে নিজের ফ্ল্যাটে দুষ্কৃতির হাতে গুরুতর হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচ দিন পর। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের দল জানিয়েছিলেন, আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলি-অভিনেতাকে।আপাতত বাড়িতেও কড়া নজরদারিতে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পাঁচ দিন পর নিজের আবাসনের নীচে বীরদর্পে হাঁটতে দেখা গেল সইফকে। সঙ্গে ছিলেন স্ত্রী করিনা কাপুর খান-ও। শুধু দেখা গেল, তাই-ই নয় বরং বোঝা গেল জুটিতে কাছেপিঠে কোথাও ঘুরতে বেরোচ্ছেন তাঁরা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিতে নজর কেড়েছে সইফ-করিনাকে ঘিরে কড়া পুলিশি পাহারাও। এরপর আবাসনের বাইরে অপেক্ষারত নিজেদের গাড়ি করে তাঁরা বেরিয়ে যান। তাঁদের গাড়িকে অনুসরণ করে নিরাপত্তারক্ষীদের গাড়ি।
