নিজস্ব সংবাদদাতা: বিনোদন জগতের পরিচিত মুখ রণজয় বিষ্ণু। এই মুহূর্তে দর্শক তাঁকে দেখছেন জি বাংলার ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'-র 'অনিকেত'-এর চরিত্রে। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও চুটিয়ে কাজ করছেন রণজয়। হঠাৎই ভুতের খপ্পরে পড়লেন অভিনেতা? ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী রণজয়! সমাজমাধ্যমে জানালেন তেমনটাই।
শুক্রবার রাতে রণজয় বিষ্ণু একটি ভিডিও ভাগ করেন সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে তাঁর গোটা ঘরে মাটি ভর্তি হয়ে রয়েছে, টব উল্টে পড়ে সারা ঘরে মাটি ছড়িয়ে গিয়েছে। সেই ভিডিও করে তিনি পোস্ট করে বলেন, "আমার ছবি পড়ে আছে, গাছ ভেঙে আছে। জানলা দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বেরোই। তাও এরকম কাণ্ড। মনে হল ভিডিও বানাই। কোনও কারণ নেই কিন্তু এটা হওয়ার। দরজা জানলা সব বন্ধ। তাও টব পড়ে, ছবি পড়ে আছে। কিছুদিন ধরেই এমন হচ্ছে।"
তিনি এদিন আরও বলেন, "এছাড়া আমার হাতে কাটা দাগ থাকে, ঘুম থেকে উঠে মাঝে মাঝেই পা নাড়াতে পারি না, কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি নিজেও জানি না যে কী হচ্ছে, কেন হচ্ছে। তবে এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। গত প্রায় ৩-৪ মাস ধরে হচ্ছে। এরম বহুবার হয়ে রয়েছে যে ঘুম থেকে উঠে দেখলাম যে হাতে স্ক্র্যাচ হয়ে রয়েছে, বা কোথাও আঁচড়ের দাগ। এর কারণ বা প্রতিকার আমার জানা নেই।"
রণজয়ের সঙ্গে ঘটা এই ঘটনার কথা জানতে পেরে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালেও। ওই ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন। কেউ অভিনেতাকে একা ঘরে না থাকার পরামর্শ দিয়েছেন। কেউ আবার হনুমান চালিসা পড়ার পরামর্শ দিয়েছেন। অনেক নেটিজেনদের অনুমান, এই ঘটনার সঙ্গে ভৌতিক যোগ রয়েছে।
