সংবাদ সংস্থা, মুম্বই: গত বছর শেষের দিকে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ছবি 'অ্যানিম্যাল'। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ছবিটি বক্স অফিসে বেশ ঝড় তুলেছিল। তবে শুধু ব্যবসায় রেকর্ড নয়, অতিরিক্ত হিংসা দেখানোর জন্য সমালোচনার মুখেও পড়ে ছবিটি। 

'অ্যানিম্যাল' ছবিটতে ছিল ভরপুর হিংসা, নারী বিদ্বেষ। টক্সিক পৌরুষ ও অত্যধিক হিংসার প্রদর্শনের অভিযোগে বিদ্ধ হন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। আর এমন এক চরিত্রে অভিনয় করে সমাজে ভুল বার্তা দিতে চেয়েছেন রণবীর, এমন অভিনযোগও উঠেছে।

'অ্যানিম্যাল' মুক্তি পাওয়ার পর থেকেই যেমন মিলেছে রণবীরের অভিনয়ের প্রশংসা, ঠিক তেমনই নিন্দার ঝড় তুলেছেন। কঙ্গনা রানাওয়াত থেকে জাভেদ আখতার, বিনোদনের জগতের একাধিক ব্যক্তিত্বও বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। একইভাবে সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'তেও ভুল বার্তা দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই কটাক্ষের জবাবে মুখ খুললেন রণবীর।

সম্প্রতি গোয়ায় ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন রণবীর। সেখানেই আলোচনায় সভায় এক দর্শক 'অ্যানিম্যাল' ও 'সঞ্জু' ছবিতে হিংসাকে প্রাধান্য দেওয়া নিয়ে মতামত জানান। ওই দর্শকের মতে, এই ধরনের ছবি সমাজে ইতিবাচক বার্তা বহন করে না। পরিবর্তে আগে পুরনো ছবিতে ভাল গল্প থাকত। আর এই প্রসঙ্গেই জবাব দিয়েছেন রণবীর। তিনি বলেন, "আমি আপনার মতামতের সঙ্গে সহমত পোষণ করি। অভিনেতা হিসাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এমন ছবি আনাই আমাদের দায়িত্ব।"

এখানেই শেষ নয়, রণবীরের আরও সংযোজন, "আমি একজন অভিনেতা। এটা খুবই জরুরি যে আমি বিভিন্ন ধরনের চরিত্র, ভূমিকায় অভিনয় করি। তবে আপনি যা বলছেন তা একেবারে ঠিক। আমরা যে ধরনের ছবি করব তার প্রতি আরও দায়িত্ববান হতে হবে।"

রণবীর কাপুরকে শেষবার 'অ্যানিম্যাল' ছবিতে দেখা গিয়েছিল। বর্তমানে নীতীশ তিওয়ারির রামায়ণ ছবি নিয়ে ব্যস্ত অভিনেতা। এছাড়া 'বরফি'র অভিনেতার ঝুলিতে রয়েছে সঞ্জয় লীলা বানশালির লাভ অ্যান্ড ওয়ার ছবিটিও। সেখানে তাঁর সঙ্গে ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে দেখা যাবে। শোনা গিয়েছে, যশরাজ ফিল্মসের 'ধুম ৪'- এও রণবীরকে দেখা যাবে।