বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই গল্প 'দ্রবময়ীর কাশীবাস' এবং 'দাদু' থেকে অনুপ্রাণিত হয়ে ছবি পরিচালনা করছেন ব্রাত্য বসু। ছবির নাম 'শেকড়'। প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন এবং উল্কি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। ছবিতে তিন প্রজন্মের গল্প বলবেন ব্রাত্য বসু। অভিনয়ে লোকনাথ দে, সীমা বিশ্বাস, চঞ্চল চৌধুরী, জয়তী চক্রবর্তী, ঋদ্ধি সেন, অঙ্গনা রায় ও অনুজয় চট্টোপাধ্যায়। 

 

 

 

 

 

সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ‌্যায়। ক‌্যামেরার দায়িত্বে সৌমিক হালদার। পোশাক পরিকল্পনায় সাবর্ণী দাস। ছবির রূপটানের দায়িত্বে সোমনাথ কুণ্ডু। সম্পাদনায় সংলাপ ভৌমিক। শিল্প নির্দেশনায় কৌশিক দাস। এই ছবির শুটিং চলছে কলকাতা, বারাণসী ও বোলপুর মিলিয়ে। 'শেকড়'-এর শুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছিল আজকাল ডট ইন। 

 

 

আরও পড়ুন: 'জন্মদিনে বাড়ুক অভিজ্ঞতা...', পরিবার-বন্ধুবান্ধব নিয়ে বিশেষ দিন কীভাবে কাটানোর প্ল্যান রাহুলের?

 

 

সোমনাথ কুণ্ডুর তুলির টানে অভিনেতা লোকনাথ দে যেন হয়ে উঠেছেন একেবারে অচেনা। এক গ্রাম্য বৃদ্ধের চরিত্রে দর্শক দেখতে পাবেন লোকনাথ দেকে। প্রথম এক ঝলক দেখায় তাঁকে চেনাই দায়। এই লুকে নিজেকে আয়নায় দেখে চমকে গিয়েছিলেন লোকনাথ দে-ও। অভিনেতার কথায়, "এটা তো পরম পাওয়া মনে হয় আমার কাছে। এই যে লুক দেখে দর্শক দু'বার ভাববেন, আমায় চিনতে পেরে খুশি হবেন এগুলোই তো প্রাপ্তি।"

 

 

লোকনাথ দের কথায়, "মঞ্চে অনেকবার বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছি। হ্যাঁ, প্রস্থেটিক মেকআপ করিনি ঠিকই। তাই বড়পর্দায় এই প্রথমবার এই লুকে দর্শক দেখবেন আমায়। ছবির গল্পটা যখন শুনি খুব ভাল লাগে। তখন থেকেই চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। তারপর যখন শুনলাম আমার বিপরীতে সীমাদি (সীমা বিশ্বাস) আছেন, তখন একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। সীমাদির সঙ্গে সিন করেছি, সিনের আগে আলোচনা করেছি, ওঁর মতো গুণী শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই আলাদা।" 

 

 

আরও পড়ুন: নতুন রূপে ফিরছে 'অনুরাগের ছোঁয়া'র কৃষ্ণ ও জয়! কোন ধারাবাহিকে দেখা যাবে দুই অভিনেতাকে?

 

তিনি আরও বলেন, "গল্পে তিনটি প্রজন্মকে দেখানো হবে। আমার ছেলের ভূমিকায় চঞ্চল চৌধুরী এবং তাঁর ছেলের চরিত্রে ঋদ্ধি। অন্যদিকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প যেভাবে মেলানো হয়েছে ছবিতে সেটা আসল টুইস্ট। অভিনয় করে খুব ভাল লাগছে। সংলাপের মধ্যেও খুব গভীরতা রয়েছে। সব মিলিয়ে বলতে পারি বড়পর্দায় অভিনেতাদের আরও একবার নতুন করে আবিষ্কার করবেন দর্শক।"