নিজস্ব প্রতিনিধি: নরম, গোলাপি ছোট্ট শরীর। খুদে আঙুলে ছুঁয়ে মায়ের হাত। জন্মের ৪ দিনের মধ্যে মেয়ের মিষ্টি ফ্রেম ভাগ করে নিলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের শ্রী শ্রীময়ী চট্টরাজ।
গত ২ নভেম্বর বাবা হয়েছেন কাঞ্চন। দীপাবলির পরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। মেয়ের জন্মের পর অভিনেতা জানিয়েছিলেন, বাড়িতে লক্ষ্মী এসেছে। কন্যার নাম রেখেছেন ‘কৃষভি’। মল্লিক বাড়িতে নতুন সদস্য আসার খবর ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। তবে কালীপুজোর ছবি প্রকাশ্যে আসতেই সন্তান আসার গুঞ্জন শোনা গিয়েছিল। নেটিজেনদের চোখ এড়াতে পারেনি শ্রীময়ীর শাড়িতে ঢাকা বেবিবাম্প। তবে সেই নিয়ে মুখ খোলেননি দম্পতি। শেষে কাঞ্চনের মেয়ে হওয়ার সুখবরের পোস্ট দেখে রীতিমতো চমকে গিয়েছিল সকলে।
মা শ্রীময়ী নাকি বাবা কাঞ্চনের মতো? ছোট্ট কৃষভিকে কার মতো দেখতে হয়েছে? যদিও এখনই একরত্তির মুখের ছবি ফাঁস করেননি কাঞ্চন-শ্রীময়ী। তবে সদ্যজাতের এক ঝলক প্রকাশ্যে এনেছেন। ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন শ্রীময়ী। যেখানে দেখা গিয়েছে, একরত্তির ছোট্ট গোলাপি হাত ছুঁয়ে রয়েছে তাঁর আঙুল। সঙ্গে লিখেছেন, কৃষভি এখন শুধুই মায়ের আদর খেতে ব্যস্ত। ছবিতে একটি গানও শুনতে পাওয়া যায়। যার বাংলা মানে দাঁড়ায়, খুদেই হল তাঁর গোটা পৃথিবী।
একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কাঞ্চনও। তিনিও এখনও মেয়ের ছবি প্রকাশ করেননি। এর আগে দীপিকা-রণবীর থেকে অনুষ্কা-বিরাট, অনেক বলিপাড়ার জুটিকে সন্তানের ছবি আড়ালে রাখতে দেখা গিয়েছে। তবে কি টলিউডের অন্যতম চর্চিত দম্পতিও বলিতারকাদের পথেই হাঁটবেন!
