নিজস্ব সংবাদদাতা: জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এ এবারেও থাকছে নতুন চমক। মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিচারকের আসনে দেখা যাচ্ছে যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়কে। সঞ্চালনার পাশাপাশি এবছর বিচারকের আসনে রয়েছেন অঙ্কুশ হাজরাও। 

 


এই সিজনের শুরুতেই যিশু-অঙ্কুশের মজার কাণ্ড কারখানা নজর কেড়েছে দর্শকের। সঙ্গে প্রতিযোগীদের দূর্দান্ত নাচে চোখ জুড়িয়েছে দর্শকের। প্রায় প্রতি বছর 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ থেকে নতুন মুখদের সুযোগ দেওয়া হয় ছোটপর্দা থেকে বড়পর্দায়। এবারও কি এরকম সম্ভবনা রয়েছে? 

 

 

এই প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন যিশু। এক প্রতিযোগীর সঙ্গে ছবিতে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন অভিনেতা। প্রতিযোগী ত্রপোমানা দত্তর নাচের ভঙ্গিমায় মুগ্ধ হন বিচারকরা। প্রশংসায় পঞ্চমুখ মিঠুন থেকে শুভশ্রী-কৌশানী।

 

যিশু ত্রপোমানাকে বলেন, "অঙ্কুশ, শুভশ্রী, কৌশানী তিনজনই এখন প্রযোজক। তোমার কি অভিনয়ে আসার ইচ্ছা রয়েছে? তাহলে আমার পাশে বসা তিনজনকে অনুরোধ করব ওকে নিয়ে কিছু ভাবতে। যদি কোনও চিত্রনাট্য আসে আমার কাছে, যেখানে তোমার সঙ্গে অভিনয় করতে পারব, তখন অবশ্যই করব আমি।" যিশুর এই কথায় সায় দেন 'এমজি' মিঠুন চক্রবর্তীও।