সংবাদ সংস্থা মুম্বই: 

দিল্লিতে শুরু 'তেরে ইশক মে'র শুটিং

জোরকদমে শুরু হয়ে গিয়েছে আনন্দ এল রাই পরিচালিত 'তেরে ইশক মে' ছবির শুটিং। ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন ধনুষ এবং কৃতি শ্যানন।  দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স-এ এদিন দেখা গেল শুটিং সারছেন ধনুষ। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দুই নায়ক-নায়িকা। ছবিতে তাঁদের জুটির ম্যাজিক কতটা নজর কাড়তে পারে এখন সেটাই দেখার। গল্পে ধনুষের চরিত্রের নাম 'শঙ্কর' ও 'মুক্তি'র চরিত্রে কৃতি। 'তেরে ইশক মে'তে গানের দায়িত্বে রয়েছেন এ আর রহমান। 


বক্স অফিস কাঁপাচ্ছে 'ছাবা'

বক্স অফিসে দুরন্ত গতিতে ছুটছে ভিকি কৌশলের ছাবা। মুক্তির মাত্র দু'দিনের মধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসের নিরিখে  ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। চলতি বছর অক্ষয় কুমারের স্কাই ফোর্স -এর পর ছাবা-ই দ্বিতীয় ছবি যে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল। ছবিতে জেশুবাঈ এবং ছত্রপতি শম্ভাজি মহারাজ-এর চরিত্রে ধরা দিয়েছেন রশ্মিকা এবং ভিকি। ‘ছাবা’তে মুঘলসম্রাট ঔরঙ্গজেব-এর ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না। ছবির পরিচালক লক্ষণ উটেকর। ভিকির কথায়, “ছত্রপতি শম্ভাজি মহারাজকে ধরতে পাক্কা ৯ বছর লেগেছিল ঔরঙ্গজেবের। ছবিতে বহু দৃশ্য আছে, যেখানে দেখা যাবে শম্ভাজি মহারাজকে গরু খোঁজা খুঁজছে মোগলরা। অস্থির হয়ে উঠেছেন ঔরঙ্গজেব-ও। মূলত, তাঁদের প্রতিদ্বন্দ্বী-ই এই ছবির মূল উপজীব্য। ছবিতে শম্ভাজির বিক্রম, গর্জনের সঙ্গে অদ্ভুতভাবে টক্কর দিয়েছে ঔরঙ্গজেবের ধূর্ততা এবং ক্রুরতা।”


ফের হাসির খোরাক উর্বশী 

বলি-অভিনেত্রী উর্বশী রাউতেলার কাণ্ডকারখানা নিয়ে প্রায়ই সমাজমাধ্যমে হাসির রোল ওঠে। এ বার ফের উঠল। ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া বিতর্কে জড়ানোর পর তাঁর পডকাস্টে যাওয়ার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন উর্বশী। কিছু দিন আগেই জানা যায়, ইনস্টাগ্রামে রণবীরকে আর অনুসরণ করছেন না তিনি। আর এ বার তাঁর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু অভিনেত্রীকে প্রশংসা করার বদলে ট্যাঙ্কে নিয়ে হাসাহাসি শুরু নেটপাড়ায়। কেউ কটাক্ষ করে লিখছেন, "এই প্রথম মনে হয় কোনও শো বাতিল করার সুযোগ পেলেন উর্বশী"এ আবার কেউ বা লিখেছেন, " এই দুই বিতর্কিত ব্যক্তিকে তাঁরা একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করেছিলাম। "