ছোটপর্দার মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয় অভিনেত্রী অভীকা মালাকারের। স্টার জলসার ধারাবাহিক 'তোমাদের রাণী'র হাত ধরে দর্শক মহলে পান বিপুল জনপ্রিয়তা। এরপর এই মেগারই হিন্দি রিমেক 'পকেট মে আসমান'-এর মুখ্য চরিত্রে দেখা যায় অভীকাকে। অল্প দিনেই বলিউডেও দর্শকের মন জয় করেন তিনি। এরপর কিছুদিনের বিরতি নিয়ে বড়পর্দায় পা অভিকার। রাজ চক্রবর্তী পরিচালিত 'হোক কলরব' ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে।
রাজের 'হোক কলরব'-এ মূলত ছাত্র আন্দোলনের ছবি ফুটে উঠবে। এই ছবিতে মুখ্য তিন নায়কের চরিত্রে ওম সাহানি, রোহন ভট্টাচার্য ও জন ভট্টাচার্য। সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভীকা। প্রথম বড়পর্দায় কাজ প্রসঙ্গে আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "ছবিতে আমার চরিত্রটি ইন্ডিভিজুয়াল। প্রতিবাদী এক মেয়ের ভূমিকায় দর্শক এবার দেখবেন আমায়। ভয়কে জয় করার সাহস রয়েছে এই চরিত্রটির।"
অভীকার কথায়, "আসলে আমি নিজেও প্রতিবাদী। তাই যখন এই চরিত্রটির প্রস্তাব আমার কাছে আসে খুব খুশি হই। ওয়ার্কশপেও অনেক ভাল করে চরিত্রটাকে বোঝার চেষ্টা করি। আশা করি, ছবিটা দেখে দর্শক আবারও আমায় ভালবাসা দেবেন। রানীর চরিত্রটা ভাঙার চেষ্টা করেছি আর কী।"
অভীকা জানান, এই মুহূর্তে ধারাবাহিকে ফেরার আগে অন্যান্য মাধ্যমে কাজ করতে চান তিনি। হিন্দি মেগায় কাজ করার ফলে বলিউডের অন্যান্য ধারাবাহিকের প্রস্তাবও এসেছিল তাঁর কাছে। এমনকী একতা কাপুরের 'নাগিন ৭'-এর প্রস্তাবও এসেছিল অভীকার কাছে। তবে রাজের ছবিতে কাজ করার জন্য সেই সময় ধারাবাহিকে 'না' বলতে হয় তাঁকে। তবে কথাবার্তা চলছে ওটিটিরও। এমনকী ধারাবাহিকেরও একের পর এক প্রস্তাব আসছে তাঁর কাছে। তবে এই মুহূর্তে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে সচেতন অভীকা। তাই নতুন কাজের আগে সময় নিচ্ছেন তিনি।
প্রসঙ্গত, যাদবপুরের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবিটি। মুখ্য চরিত্রে একঝাঁক তরুণ তারকাকে পছন্দ করেছেন পরিচালক। দেখা যাবে রোহন ভট্টাচার্য, ওম সাহানি, জন ভট্টাচার্য, দেবদত্ত রাহা-সহ ছোট ও বড়পর্দার চেনামুখের পাশাপাশি নবাগতরাও। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাংসদ পার্থ ভৌমিক, শাশ্বত চট্টোপাধ্যায়কে।
