সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

হলিউডে অভয় 

বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিলেন অভিনেতা অভয় দেওল। এই প্রথমবার হলিউডের ছবিতে পা রাখতে চলেছেন তিনি। হ্যারি গগ্রেওয়াল পরিচালিত ছবি 'ডোন্ট ইউ বি মাই নেবার' ছবিতে দেখা যেতে চলেছে অভয়কে। তাঁর বিপরীতে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নাতাশা বাসেটকে। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবি দর্শকের কাছে ৮০-৯০ দশকের প্রেমের ছবি ফুটিয়ে তুলবে।  

ছেলেমেয়ের থেকে পিছিয়ে শাহরুখ 

সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছেন, তিনি তাঁর ছেলে আরিয়ান খান এবং মেয়ে সুহানা খানকে এখনও পর্যন্ত তাঁদের জন্য কোন কাজটি করা ঠিক কিংবা ভুল তা বলে দেননি। কারণ তিনি মনে করেন, ওঁরা আজকের প্রজন্ম তাই বর্তমানে দর্শক বিনোদনের কোন দিকটার প্রতি আগ্রহী বেশি তা ওঁরাই বেশি ভাল বুঝবেন কিং খানের থেকে। তাই বাবা হিসেবে পাশে থাকলেও নিজের মতামত কখনও চাপিয়ে দেননি ছেলেমেয়ের উপর। 

'বিবি নং ১'-এ আলিয়া 

আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান জুটির বড়পর্দার রসায়ন বরাবরই পছন্দ দর্শকের। তাঁদের দু'জনের পুরনো এক সাক্ষাৎকার এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বরুণ ধাওয়ান বলছেন, 'বিবি নং ১' ছবির জন্য নাকি অডিশন দিয়েছিলেন আলিয়া। কারণ তিনি ছোটবেলা থেকেই ভাল গান গাইতেন। যদিও বরুণের মজার যোগ্য উত্তর দিয়েছিলেন আলিয়া। পুরো বিষয়টাই যে নিছক ঠাট্টা তা বুঝিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।