নিজস্ব সংবাদদাতা, মুম্বই: বর্ষবরণের রাত বলে কথা, পার্টি তো বানতা হি হ্যায়! ২০২৪-কে বিদায় জানিয়ে ২০২৫কে বরণ করে নেওয়ার পালা। বর্ষবরণের রাতে ছিল নৈশ উল্লাসের আয়োজন। পার্টিতে মেতেছিলেন তারকারা। আরিয়ান খান থেকে মৌনি রায়, বিটাউনের তারকাদের ক্যামেরাবন্দি নাইটপার্টির মুহূর্ত ছড়িয়ে পড়েছে।
বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করতে যান শাহরুখ পুত্র আরিয়ান খান। মুম্বইতেই আয়োজিত হয়েছিল থার্টিফাস্ট নাইট পার্টি। আয়োজন করেছিল আরিয়ানের পোশাক ব্র্যান্ড 'ডি'ইয়াভল এক্স'। তবে পার্টির অন্যতম আকর্ষণ ছিল তাঁর ব্রাজিলিয়ান বান্ধবী লারিসা বনেসি। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা বেশ কিছু ভিডিয়োতে তাঁরা একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন।
কালো প্যান্ট, সাদা শার্ট আর নীল জ্যাকেট পরেছিলেন আরিয়ান। ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, নেশায় চুর হয়ে পার্টি থেকে বের হচ্ছেন তারকা পুত্র। কিং খানের ছেলে বলে কথা, স্বভাবতই আরিয়ানের সেই ছবি যে পাপারাৎজ্জিরা লেন্সবন্দি করতে ভুলবেন না তা বলাই বাহুল্য! এদিকে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়েছেন আরিয়ান। ২০২১-এর মাদককাণ্ডের কথা উস্কে দিয়েছেন নেটাগরিকদের একাংশ।।
অন্যদিকে, বর্ষবরণের রাতে স্বামী সুরজ নাম্বিয়ার ও প্রিয় বান্ধবী দিশা পাটানির সঙ্গে পার্টিতে মজেছিলেন মৌনী রায়। পিঠখোলা কালো লেদারের ড্রেসের সঙ্গে পায়ে হিল তোলা জুতো পরেছিলেন অভিনেত্রী। টলমল পায়ে স্বামীর হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরোতেই এক কাণ্ড ঘটান মৌনি। হঠাতই রাস্তায় পড়ে যান তিনি। কোনও মতে তাঁকে টেনে তোলেন সুরজ। একহাতে স্বামীকে আর এক হাতে দিশাকে ধরে টলতে টলতে গাড়িতে ওঠেন মৌনি। বাঙালি অভিনেত্রীর এই পরিস্থিতি নিয়ে ভেসে এসেছে কটাক্ষ।
