সংবাদ সংস্থা মুম্বই: ‘তারে জমিন পর’-এর সেই আবেগের অধ্যায়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এবার পর্দায় ফিরছেন আমির খান। আসছে সে ছবির সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’, যার ফার্স্ট লুক পোস্টার ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে দর্শকমহলে।

ছবির ঝাঁ চকচকে প্রথম পোস্টারে মুক্তি পেল সোমবার। পোস্টারের কেন্দ্রে রয়েছেন আমির খান, পরনে বাস্কেটবল জার্সি ও ট্র্যাক প্যান্ট, চোখে স্টাইলিশ সানগ্লাস। গলায় হুইসল, পেছনে ব্যাকবোর্ড। তাঁর দু’পাশে ও পিছনে দাঁড়িয়ে রয়েছেন একসঙ্গে ১০ জন নতুন মুখ—যাঁদের প্রত্যেকের মধ্যেই ফুটে উঠেছে প্রাণোচ্ছ্বলতা, কৌতূহল আর সাহসিকতার ছাপ। ব্যাকগ্রাউন্ডে রঙিন গ্রাফিতি, স্পোর্টি ফন্টে ছবির নাম লেখা—‘সিতারে জমিন পর’।এই ১০ নতুন অভিনেতা-অভিনেত্রীর তালিকায় আছেন -আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Aamir Khan Productions (@aamirkhanproductions)