সংবাদ সংস্থা মুম্বই: ‘তারে জমিন পর’-এর সেই আবেগের অধ্যায়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এবার পর্দায় ফিরছেন আমির খান। আসছে সে ছবির সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’, যার ফার্স্ট লুক পোস্টার ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে দর্শকমহলে।
ছবির ঝাঁ চকচকে প্রথম পোস্টারে মুক্তি পেল সোমবার। পোস্টারের কেন্দ্রে রয়েছেন আমির খান, পরনে বাস্কেটবল জার্সি ও ট্র্যাক প্যান্ট, চোখে স্টাইলিশ সানগ্লাস। গলায় হুইসল, পেছনে ব্যাকবোর্ড। তাঁর দু’পাশে ও পিছনে দাঁড়িয়ে রয়েছেন একসঙ্গে ১০ জন নতুন মুখ—যাঁদের প্রত্যেকের মধ্যেই ফুটে উঠেছে প্রাণোচ্ছ্বলতা, কৌতূহল আর সাহসিকতার ছাপ। ব্যাকগ্রাউন্ডে রঙিন গ্রাফিতি, স্পোর্টি ফন্টে ছবির নাম লেখা—‘সিতারে জমিন পর’।এই ১০ নতুন অভিনেতা-অভিনেত্রীর তালিকায় আছেন -আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Aamir Khan Productions (@aamirkhanproductions)
ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন আর.এস. প্রসন্ন, যিনি এর আগে ‘শুভ মঙ্গল সাবধান’ ছবিটি পরিচালনা করেছেন। প্রযোজনায় খোদ আমির খান। বেশ কয়েক বছর পর বড়পর্দায় ছবির সুরকারের দায়িত্ব সামলাতে দেখা যাবে শঙ্কর-এহসান-লয় ত্রয়ীকে। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে আমির খান, জেনেলিয়া দেশমুখ, দারশীল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেনন প্রমুখ। আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাবে ‘সিতারে জমিন পর’।
নতুন কি থাকছে এই সিক্যুয়েলে? এইবার আমিরের চরিত্রের নাম ‘গুলশন’, যিনি একজন অন্যরকমের বাস্কেটবল কোচ। ‘তারে জমিন পর’-এর সংবেদনশীল শিক্ষক ‘নিকুম্ভ’ থেকে একেবারে সম্পূর্ণ ভিন্ন—এই গুলশন হলেন ঝলমলে, মজাদার, এবং প্যাশনেট। সেন্সর বোর্ড ইতিমধ্যেই ‘সিতারে জমিন পর’ -এর ৩ মিনিট ২৯ সেকেন্ডের ঝলক দেখে সব বয়সীদের দেখার উপযুক্ত এই ছবি, সেই মর্মে শংসাপত্র দিয়েছে। ছবির ঝলক নিয়ে ইতিমধ্যেই জোর প্রশংসা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এক ব্যক্তি লিখেছেন— “এই ট্রেলারে হাসির পরিমাণ অনেক বেশি, তবে আবেগও রয়েছে। আমির খান দারুণ অভিনয় করেছেন, জেনেলিয়া দেশমুখের স্ক্রিন প্রেজেন্স নজর কাড়ছে।”এক কথায়, ‘সিতারে জমিন পর’ শুধু ‘তারে জমিন পার’-এর উত্তরাধিকার নয়—এটা এক নতুন অধ্যায়, যেখানে খেলাধুলো, হাসি আর হৃদয়ের গল্প মিলেমিশে তৈরি হতে চলেছে ঝলমলে ছবি। গুলশনের টিমের এই আবেগময় সফর দেখার আগ্রহের পারদ চড়া শুরু হয়েছে হিন্দিছবিপ্রেমী দর্শকের মধ্যে।