নিজস্ব সংবাদদাতা: আমির খানের 'সিতারে জমিন পর' খুব জাঁকজমকপূর্ণভাবে না হলেও, মোটামুটি স্থির গতিতে যাত্রা শুরু করেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ভারতে ছবিটি আয় করেছে ১১.০৫ কোটি টাকা। এই ছবি স্প্যানিশ ছবি ক্যাম্পিওন্স-এর অফিশিয়াল রিমেক, যেখানে দেখা যাবে এক বাস্কেটবল কোচকে, যিনি বাধ্য হয়ে বিশেষভাবে সক্ষম একদল বাচ্চাকে নিয়ে প্রতিযোগিতার জন্য দল গঠন করেন।
ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন আমির খান ও জেনেলিয়া দেশমুখ। দর্শক মহলে ছবিটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ছবির প্রচারে বিভিন্ন জায়গায় উপস্থিত হতে দেখা গিয়েছিল আমিরকে। এবার ছোটপর্দায় আসছেন অভিনেতা। তা-ও আবার বাংলা টেলিভিশনে!
প্রথমবার বাংলা টেলিভিশনের পর্দায় দেখা যাবে 'মিস্টার পারফেকশনিস্ট'কে। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে দেখা যাবে তাঁকে। যদিও স্বশরীরে হাজির হবেন না আমির, ভিডিও বার্তায় দেখা মিলবে তাঁর। ইতিমধ্যেই সামনে এসেছে সেই পর্বের প্রোমো। ছবিতে মনের জোরে সাফল্যের কথা বলেছেন আমির। আর 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চেও এই প্রতিচ্ছবি দেখা যায়। তাই এবার ছবির প্রচারে এই মঞ্চকেই বেছে নিয়েছেন অভিনেতা।
প্রসঙ্গত, মুক্তি পর সাফল্যের নিরিখে এই সংখ্যা এখনও আমির খানের আগের ছবি ‘লাল সিং চাড্ডা’র চেয়েও পিছিয়ে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিটি প্রথম দিনেই আয় করেছিল ১১.৭ কোটি টাকা।
