সংবাদ সংস্থা মুম্বই: ‘মহাভারত’ স্রেফ একটি ছবিতে শেষ হওয়ার নয়, এই মহাকাব্যের একেকটি অধ্যায় নিয়ে একেকটি ছবির বিশাল ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে! “ স্রেফ একটা ছবিতে ‘মহাভারত’-এর সব গল্প বলা যায় না। এটা হবে বহু ছবির সিরিজ, অনেক পরিচালক লাগবে— আবার এটাও হতে পারে আমি নিজে পরিচালনা করব না,”— খোলাখুলি বলে দিলেন আমির ।

 

আগেও ‘মহাভারত’ ছবি প্রসঙ্গে আমির বলেছিলেন, “এটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য, আর চিত্রনাট্য লেখাতেই লেগে যাবে কয়েক বছর।” তবে এই সিরিজে আমির নিজে অভিনয় করবেন কি না, সে প্রশ্নে এখনও ধোঁয়াশা। “যার যে চরিত্রে মানাবে, তাকেই নেওয়া হবে। আমিও নাও থাকতে পারি,”— মত আমিরের। তবে একটা কথা পরিষ্কার, মিঃ পারফেকশনিস্ট  নীরব দর্শক হয়ে বসে থাকবেন না— এই প্রজেক্টে তাঁর উপস্থিতি থাকবে হৃদয়, মস্তিষ্ক আর আত্মা দিয়ে। উল্লেখ্য, আমির আগেও একবার বলেছিলেন, যদি একটার পর একটা করি, তাহলে অনেক সময় লেগে যাবে। যেমন ‘লর্ড অফ দ্য রিংস’-এর ক্ষেত্রে হয়েছিল—সব অংশ একসঙ্গে শ্যুট করা হয়েছিল। আমরাও সেরকম কিছু ভাবছি”।

 


আমির খান যখন বলছেন “মহাভারত হবে আমার কেরিয়ারের জীবনবৃত্তের শেষ ছবি,” তখন স্পষ্ট— এটা কোনও রুটিন বলিউড ফিল্ম নয়, এই ছবি একটি আধ্যাত্মিক, মহাকাব্যিক সিনেম্যাটিক অভিযান, যেখানে কুরু বংশের জয়-পরাজয়ের মাঝে ঘুরপাক খাবে সিনেমার ভবিষ্যৎ।

 

এখন শুধু অপেক্ষা— কে হবেন কৃষ্ণ? কে হবেন অর্জুন? আর সত্যিই কি ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর এই শেষ অর্ঘ্যই হতে চলেছে হিন্দি সিনেমার চূড়ান্ত মহারণ?