সংবাদ সংস্থা মুম্বই: থিয়েটারে চলছে ‘সিতারে জমিন পর’, আর ঠিক সেই সময় একেবারে হঠাৎ দর্শকদের সামনে হাজির হয়ে গেলেন আমির খান নিজে! চমক একেই বলে! দর্শকদের চিৎকার-উল্লাসে ভেসে গেল গোটা প্রেক্ষাগৃহ। আমিরের সঙ্গে ছিলেন ছবির বাকি অভিনেতা-অভিনেত্রীরা —যাঁরা এই সিনেমার হৃদয়।
আমির মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশ্যে বললেন, “কেমন লাগল ছবি?” সঙ্গে সঙ্গে গলা ফাটিয়ে উত্তর আসে , “অপূর্ব! আমির, আমরা গর্বিত তোমার জন্য!” এরপর তিনি দর্শকের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দেন পরিচালক আর.এস. প্রসন্ন এবং ছবির ইউনিটের অন্যান্য সদস্যদের সঙ্গে। বললেন, “আপনারা যে ভালবাসা দিচ্ছেন, তা আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এই ভালবাসাই আমাদের অনুপ্রেরণা।” ছবির ‘সিতারে’-রা—এই নতুন দশজন অভিনেতা—যাঁরা অভিনয়ের মাধুর্যে মন জয় করে নিয়েছে, তাদের উদ্দেশ্যে আমির বলেন, “ওরা-ই ছবির আসল হৃদয় এবং আত্মা।” ‘সিতারে জমিন পর’ ছবির ১০ অভিনেতা-অভিনেত্রীরা হলেন - অরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশীষ পেণ্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরন মঙ্গেশকর।
উল্লেখ্য, ১২০ কোটি টাকার প্রস্তাব দিয়েও আমাজন প্রাইম আমিরকে রাজি করাতে পারেনি! আমির সাফ জানিয়ে দিয়েছেন, ৮ সপ্তাহের মধ্যেই ওটিটি-তে ছবি রিলিজ হোক—এমনটা তিনি চান না। স্পষ্টতই, প্রেক্ষেগৃহ-ই তাঁর প্রথম পছন্দ।
‘সিতারে জমিন পর’-এর পর আমির পরিকল্পনা করছেন একাধিক বড় প্রজেক্টে—একটি কমেডি রাজকুমার সন্তোষীর সঙ্গে,আর একটি সুপারহিরো ফিল্ম লোকেশ কানাগরাজের সঙ্গে। এছাড়াও, সানি দেওল অভিনীত ‘লাহোর: ১৯৪৭’ ছবির প্রযোজনাও করছেন তিনি, যা মুক্তি পাবে ২০২৫-এর দ্বিতীয়ার্ধে।
