টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
শাহরুখের প্রতি বিরক্ত আমির!
সম্প্রতি একটি ভাইরাল ভিডিওকে ঘিরে বলিউডের অন্দরমহলে ও নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা। ভিডিওটিতে একসঙ্গে দেখা গিয়েছে বলিউডের তিন খান—শাহরুখ খান, সলমন খান এবং আমির খানকে। একটি অনুষ্ঠানে আমির খানকে গান গাওয়ার অনুরোধ করা হয়, আর শাহরুখ ও সলমন সেখানে তাঁর 'ব্যাকগ্রাউন্ড ডান্সার' হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আমির খান ১৯৬৮ সালের ছবি 'আনোখি রাত'-এর বিখ্যাত গান 'ও রে তাল মিলে নদী কে জল মেঁ' গাইতে শুরু করেন। তিনি যখন গানটি গাইছিলেন, তখন তাঁর পিছনে দাঁড়িয়ে শাহরুখ এবং সলমন খান হাসিমুখে নাচের ভঙ্গি করছিলেন। আমিরকে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে তিনি বেশ উপভোগ করছেন। কিন্তু গানের দ্বিতীয় লাইন শেষ হওয়ার আগেই হঠাৎ করে কথা বলতে শুরু করেন শাহরুখ খান। তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, "সবার জন্য জোরে করতালি হোক।" এরপর তিনি আমিরের প্রথম জনসমক্ষে শাস্ত্রীয় সংগীত পরিবেশনের কথা উল্লেখ করেন। শাহরুখের এই হঠাৎ বাধার পরে আমিরের অভিব্যক্তি নেটিজেনদের চোখে ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, আমির খান শাহরুখের দিকে তাকিয়ে শুধু একটু হাসেন এবং মাথা নেড়ে যেন কিছুটা বিস্ময় প্রকাশ করেন। সমাজমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে শাহরুখ খান সম্ভবত গানের মাঝপথে আমিরকে থামিয়ে দিয়েছেন। তবে শাহরুখ খান আমিরের অভিব্যক্তি দেখে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন এবং বলেন, "বাধা দেওয়ার জন্য দুঃখিত।" এরপর আমির খান তৎক্ষণাৎ পরিস্থিতি স্বাভাবিক করে দেন এবং বলেন, "এ জন্যই শাহরুখ খান একজন তারকা।" ঘটনাটি যাই হোক না কেন, তিন তারকার এই বিরল মুহূর্ত নেট মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
কত বেতন পান দিলীপ?
বলিউডের পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খানের ভ্লগগুলি এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ হিট। যা তাঁর রাঁধুনি দিলীপকে অপ্রত্যাশিত তারকাখ্যাতি এনে দিয়েছে। দিলীপ সম্প্রতি তাঁদের একটি ভ্লগে মজার ছলে প্রকাশ করেছেন যে, তাঁদের অনুষ্ঠান বিপুল দর্শক টানায় ফারাহ তাঁর বেতন বাড়িয়ে দিয়েছেন। অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে সাম্প্রতিক ভ্লগে দিলীপ প্রথমে দর্শকদের জানান, "আমাদের শো খুব ভাল চলছে। ম্যাডাম আমার বেতনও বাড়িয়ে দিয়েছেন। আমি খুব খুশি।" তবে এর পরেই রসিকতা করে তিনি অনুরোধ করেন, "আপনারা কিন্তু ম্যাডামকে সত্যিটা বলবেন না। এখন আমি আরও কাঁদব, তাতে বেতন আরও বাড়বে।" ফারাহ রান্নাঘরে ঢোকামাত্রই দিলীপ দুঃখী মুখ করে আবার বেতন বাড়ানোর আবদার করেন, যা শুনে ফারাহ খান বিরক্তি প্রকাশ করে বলেন যে তিনি এখনই বেতন বাড়িয়েছেন! দিলীপের এই মজাদার কৌশল এবং ফারাহর সঙ্গে তাঁর খুনসুটিই দর্শকের মন জয় করেছে। যার ফলস্বরূপ দিলীপ শুধু খ্যাতিই পাননি, তাঁর জীবনযাত্রারও উন্নতি হয়েছে।
আরও পড়ুন: নতুন অধ্যায়ের পথে রণবীর-আলিয়া! দীপাবলিতে কোন সুখবর দিতে চলেছেন কাপুর দম্পতি?
রশ্মিকার ধনতেরাস

অভিনেত্রী রশ্মিকা মন্দান্না তাঁর প্রথম ধনতেরাসের আবেগঘন কেনাকাটার কথা ভাগ করে নিলেন। এদিন মায়ের জন্য গয়না কিনেছিলেন অভিনেত্রী। নিজের উপার্জিত অর্থ দিয়ে মায়ের জন্য কিছু কিনতে পারার সেই মুহূর্তটিকে তিনি তাঁর জীবনের এক বিরাট গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। অভিনেত্রী জানান, প্রথম বা দ্বিতীয় সিনেমার পরেই যখন তিনি ভাল উপার্জন করতে শুরু করেন, সেই সময় এক ধনতেরাসে তিনি মায়ের জন্য একটি চেন এবং লকেট কিনেছিলেন। তাঁর কথায়, এটি কেবল একটি জিনিস কেনা ছিল না, বরং নিজের ও তাঁর বাবা-মায়ের জন্য একটি গর্বের মুহূর্ত ছিল। কারণ তাঁর মা সবসময়ই তাঁর কাছে সৌভাগ্যের প্রতীক। মূল্য দিয়ে নয়, বরং নিজের উপার্জনের টাকায় মায়ের জন্য বিশেষ কিছু কিনতে পারার যে তৃপ্তি, সেটাই ছিল আসল। বর্তমানে তাঁর ছবি 'থামা'-এর প্রচারে ব্যস্ত অভিনেত্রী। তবুও রীতি মানতে ভোলেননি তিনি।
