সংবাদ সংস্থা মুম্বই: কিছুদিন আগেই জানা গিয়েছে ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’-র পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন আমির খান ও রাজকুমার হিরানি। এই জুটি ফিরছে একটি ‘স্লাইস-অফ-লাইফ’ ড্রামা নিয়ে, যার শ্যুটিং শুরু হবে ২০২৫-এর শেষ দিকে। কিছুদিন পর সেই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জানানো হয়—তাঁদের পরবর্তী ছবি হচ্ছে ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের বায়োপিক, যেখানে ফালকের ভূমিকায় অভিনয় করবেন আমির খান। এবার জানা গেল, এই ছবিটি ২০২৬ সালের বড়দিনে মুক্তি পেতে চলেছে।
সূত্রের খবর, হোক সেটা ‘থ্রি ইডিয়টস’ হোক বা ‘পিকে’—আমির-হিরানির ছবি মানেই বড়দিনে বক্স অফিসে বাজিমাৎ। এই জুটি ফের সেই ধারা বজায় রাখতে চায়। তাই তাঁরা এই ছবিটি নিয়ে আসছে বড়দিনের ছুটির মরসুমেই। অক্টোবর ২০২৫-এ ছবির শ্যুটিং শুরু হবে, চলবে এপ্রিল ২০২৬ পর্যন্ত। এরপর শুরু হবে দীর্ঘ পোস্ট-প্রোডাকশনের কাজ। সূত্র আরও জানায়, ছবির প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
১৮০০ ও ১৯০০ শতকের ভারতকে নিখুঁতভাবে পর্দায় তুলে ধরাই লক্ষ্য। সেই অনুযায়ী প্রি-ভিজুয়ালাইজেশন শুরু হয়ে গেছে। একাধিক লুক ডিজাইন করা হচ্ছে আমির খানের জন্য। নিজেকে চরিত্রে ভাসিয়ে দিতে ‘মিস্টার পারফেকশনিস্ট’ ইতিমধ্যেই অভিনয় কর্মশালায় অংশ নিতে চলেছেন। আমির ও হিরানির কাছে এই ছবিটি এক অর্থে ভারতীয় সিনেমার প্রতি তাঁদের শ্রদ্ধার্ঘ্য — জানিয়েছে সেই সূত্র।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন অভিজাত জোশী, হিন্দুকুশ ভরদ্বাজ এবং অভিষ্কার ভরদ্বাজ। খবর, দাদাসাহেব ফালকের জীবন অবলম্বনে নির্মীয়মান এই ছবিটিতেও থাকবে রাজকুমার হিরানির নিজস্ব কৌতুকপূর্ণ অথচ আবেগঘন স্টাইল, যেখানে হাস্যরস আর ড্রামার দারুণ ভারসাম্য থাকবে। এই ছবির চিত্রনাট্য নিয়ে গত তিন বছর ধরে টানা কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫-এর অক্টোবরে শ্যুটিং ফ্লোরে নামবে ছবিটি।ছবির ভিএফএক্স নিয়ে দেখভাল করছে লস অ্যাঞ্জেলসের একাধিক আন্তর্জাতিক সংস্থা।
এই মুহূর্তে আমির খান ব্যস্ত ‘সিতারে জমিন পর’ ছবির মুক্তি নিয়ে, যা প্রেক্ষাগৃহে আসছে ২০ জুন, ২০২৫।
