সংবাদসংস্থা মুম্বই: হাসি-কান্না থেকে শিক্ষা, দর্শকদের নতুন এক সফরে নিয়ে গিয়েছিল 'তারে জমিন পর'। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এরপর অপেক্ষা ছিল এর সিক্যুয়লের। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আসছে 'সিতারে জমিন পর'৷ ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে আরএস প্রসন্ন পরিচালিত এই ছবির। ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে আমির খান এবং জেনেলিয়া দেশমুখকে।

 


'তারে জমিন পর' ভাবিয়েছিল বাবা-মা'দের। চিন্তার ভাঁজ ফেলেছিল সমাজের চিরাচরিত ধারণার উপরেও। এক কথায় ছবিটি হয়ে উঠেছিল সহজ-সরল ভাষায় কঠিন সত্যির নিদর্শন। তাই দর্শক মনে জায়গা করতে বেশি সময় নেয়নি এই ছবি। তার সিক্যুয়েল নিয়েও তাই উত্তেজনা তুঙ্গে দর্শকের। উপরি পাওনা হিসাবে থাকছেন জেনেলিয়া দেশমুখ। 

 

 

জানা যাচ্ছে, ছবির একটি বিশেষ গানের দৃশ্যেও দেখা যাবে তাঁদের। সদ্য শেষ হয়েছে সেই শুটিং। পাঁচ দিন ধরে মুম্বইয়ে হয়েছে গানের শুটিং। কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায়ের কাঁধে ছিল নাচ শেখানোর দায়িত্ব।  ছবির সঙ্গেই গানটিকে রাখা হবে কিনা, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি নির্মাতারা।