সংবাদ সংস্থা মুম্বই: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন আমির খান। ততদিনে সেই সময়ের মধ্যেই ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছে, পাল্টা হানা চালিয়েছে ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে। আর ঠিক তখনই এসেছিল আমির খানের প্রতিক্রিয়া— তাও আবার তাঁর নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার মুক্তির মাত্র ঘণ্টাখানেক আগে। সময়জ্ঞান নিয়ে প্রশ্ন তুলতেই বিতর্কে জড়ালেন অভিনেতা। তবে সম্প্রতি দেওয়া একান্ত সাক্ষাৎকারে আমির খান এ প্রসঙ্গে বিশদে জানালেন, কেন তিনি এত দেরিতে মুখ খুললেন, আর কেন তাঁর ধর্মকে ঘিরে ছড়ানো হচ্ছে ভুল ধারণা।

 

“আমি সোশ্যাল মিডিয়ায় নেই, সোজা কথা”— বিতর্কের জবাবে আমির বললেন, “সোশ্যাল মিডিয়ায় যারা থাকেন, তারা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন। আমি সেখানে নেই বলেই হয়তো একটু দেরিতে প্রকাশ্যে এলাম। কিন্তু তার মানে এই নয়, আমি বিষয়টি নিয়ে ভাবিনি বা অনুভব করিনি।” “ওরা জঙ্গি, মুসলমান নয়”— আমিরের স্পষ্ট বার্তা: “জঙ্গিদের এই হামলা নৃশংসতার চূড়ান্ত উদাহরণ। সাধারণ মানুষকে নিশানা করা কাপুরুষতার পরিচয়। আপনি বা আমি— কেউই তো সেখানে থাকতে পারতাম। ধর্ম জিজ্ঞেস করে গুলি চালানো— এর মানে কী? ইসলাম এমন কোনও কাজ সমর্থন করে না। ইসলাম বলে, এক নিরপরাধ মানুষকেও হত্যা করা পাপ। কোনও নারী বা শিশুকে আঘাত করা যায় না। যারা এই কাজ করছে, তারা আমার ধর্মের প্রতিনিধিত্ব করে না। ওরা মুসলমান নয়।”

 

অনেকেই অভিযোগ তুলেছেন, আমির যখন তাঁর নতুন ছবির ট্রেলার মুক্তি করতে চলেছেন, তখনই তিনি এই মন্তব্য করেছেন। ট্রেলার মুক্তির মাত্র ১২ ঘণ্টা আগে তাঁর বিবৃতি প্রকাশ— অনেকেরই সন্দেহের উদ্রেক করেছে। জবাবে আমির জানালেন, “এই ছবির ট্রেলার আসলে অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আমি তা পিছিয়ে দিই, কারণ সেদিন আমাদের দেশের উপর হামলা হয়েছে। এমনকি আন্দাজ আপনা আপনা রি-রিলিজের প্রিমিয়ারও আমি  বাতিল করি।”

 

“চুপ করে থাকাটা ভুল”— আমির আরও বললেন, “যদি দেশের সেনাবাহিনী পাল্টা জবাব দেয়, আর আমি তখন শুধু ছবির কথা ভাবি, সেটা কি ঠিক হবে? চুপ করে থাকাটা অন্যায় মনে হয়েছে। তাই যা অনুভব করেছি, সেটাই বলেছি।”

 

দেশপ্রেম নিয়ে প্রশ্নে আমির স্পষ্ট বলেন, “আমার কাজেই আমার দেশপ্রেম ফুটে উঠেছে। ‘লগান’, ‘সরফরোশ’, ‘রং দে বসন্তী’— আর কোন অভিনেতা এত দেশাত্মবোধক ছবি করেছেন বলুন তো?” তিনি আরও জানান, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার একবার তাঁকে বলেছিলেন, “তুই আমার দেশাত্মবোধের উত্তরাধিকার বহন করছিস।”

ফিল্মের প্রচার আর জাতীয় সংকট— কোনটা আগে? এই প্রশ্নের উত্তর একটাই— “দেশ আগে,” সাফ জবাব আমিরের।