সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে প্রায় তিন দশক কাটিয়ে ফেলেছেন তিনি! আজও তাঁকে বলা হয় বলিউডের 'ধক ধক গার্ল'! তাঁর ভাইরাল হাসিতেই মজে আট থেকে আশি। তিনি, মাধুরী দীক্ষিত। আজ ১৫ মে, তাঁর ৫৮ তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অনুরাগীরা তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন। বিশেষ বার্তা পাঠিয়েছেন তাঁর রিয়েল লাইফ জুটি ডক্টর নেনে। চলুন, আজকের দিনে জানা যাক মাধুরীর একটি অজানা ঘটনার কথা।
“এক... দুই... তিন!”—যে গানের তালেই মোহিনী হয়ে উঠেছিলেন মাধুরী! ফিরে দেখা এক আইকনিক ডান্স নম্বরের স্মৃতি। বলিউডের ইতিহাসে যদি সবচেয়ে আইকনিক ডান্স পারফরম্যান্সের কথা উঠত, তাহলে ‘এক দুই তিন’ থাকবে সেই তালিকার একদম ওপরেই। আর এই গানের সঙ্গেই যে নামটা আজও সমার্থক, তিনি মাধুরী দীক্ষিত নেনে।
১৯৮৮ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ‘তেজাব’-এর এই গানে মোহিনী হয়ে যেভাবে মঞ্চে আগুন লাগিয়েছিলেন মাধুরী, তাতেই তাঁর বলিউডের নয়া ডান্স ডিভা হয়ে ওঠা। গানটা শুধু জনপ্রিয় হয়নি, মাধ্যমেই তিনি হয়ে উঠেছিলেন আইকন। লকডাউনের সময় টুইটারে একটি ফান সেশনে মাধুরী তাঁর ফ্যানদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই গানের একাধিক না-শোনা গল্প। তিনি বলেন, “এই গানের জন্য ১০-১৫ দিন ধরে রিহার্সাল করেছিলাম। শুটিং হয়েছিল ১০০০ জনের লাইভ ভিড়ের সামনে! সেই সময়টা ছিল ম্যাজিকের মতো।”একজন ভক্ত জানতে চান, এই গানের পুরুষ সংস্করণ কি পরে তৈরি হয়েছিল মাধুরীর ভার্সনের জনপ্রিয়তার পর?
উত্তরে মাধুরী লেখেন, “আমার জানা ছিল না গানটা এত জনপ্রিয় হবে। কিন্তু এটা ভাবতেই দারুণ লাগে যে হয়েছে!” আরেকটি টুইটে তিনি স্মৃতি রোমন্থন করে বলেন, “গানের হুক স্টেপটা এতটাই হিট হয়েছিল, লোকে সিনেমা হলেই গানের রিপ্লে চাইত! সিনেমা বন্ধ করে গান চালানো হত, পর্দায় ছোঁড়া হত টাকা। সবাই আমাকে ডাকত ‘মোহিনী’ নামে। এতটা ভালোবাসা... ভাবলেও গায়ে কাঁটা দেয়!”
আজও কোনও পার্টিতে ‘এক দুই তিন’ বাজলেই যে ভিড় উল্লাসে ফেটে পড়ে, তার পেছনে আছে সেই জাদু—মাধুরীর ধক ধক অ্যাটিটিউড, অদম্য এনার্জি আর নিখুঁত এক্সপ্রেশন। এই গান শুধু এক ডান্স নম্বর নয়, এটা এক যুগান্তকারী মুহূর্ত—যেখানে বলিউডে জন্ম নিয়েছিল এক নতুন সুপারস্টার।
