সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের গ্ল্যামার ও গসিপের ইতিহাসে অনেক সম্পর্কই সময়ের সঙ্গে ঝাপসা হয়ে যায়, কিন্তু কিছু গল্প রয়ে যায় চিরকাল। আর ঠিক তেমনই এক বিতর্কে এবার সরাসরি মুখ খুললেন ৭৩ বছর বয়সে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠা জিনত আমন। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে তিনি দেব আনন্দের আত্মজীবনী ‘রোম্যান্সিং উইথ লাইফ’-এ উল্লেখিত রাজ কাপুর ও তাঁর সম্পর্ক ঘিরে থাকা বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দেন। তাঁর স্পষ্ট কথা, “আমি চুপ করে ছিলাম এতদিন, এবার নিজের কাহিনি নিজে বলব।”
দেব আনন্দের আত্মজীবনী অনুযায়ী, তিনি তখন প্রেমে পড়েছেন জিনত আমনের। ঠিক সেই সময় জিনাত সই করেছেন রাজ কাপুরের ‘সত্যম শিবম সুন্দরম’-এ। এক পার্টিতে দেব আনন্দ দেখতে পান, রাজ কাপুর মদ্যপ অবস্থায় জিনতকে জড়িয়ে ধরেছেন এবং জিনতও যেন কিছুটা ঘনিষ্ঠভাবে সাড়া দিয়েছেন। সেদিনের সেই মুহূর্তই দেবের হৃদয় ভেঙে দেয়। দেব লেখেন—“সেই আলিঙ্গনে ছিল এমন এক ঘনিষ্ঠতা, যা কেবল সৌজন্যমূলক ছিল না... আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। জিনাত আর আগের সেই জিনত রইল না আমার কাছে।”
তিনি আরও দাবি করেন, রাজ কাপুর মদ্যপ অবস্থায় জিনতকে বলেছিলেন, “তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, তুমি শুধু আমার সামনেই সাদা শাড়ি পরে আসবে!”
বহু বছর চুপ করে থাকার পর জিনত আমন বললেন— “রাজ স্যারের সঙ্গে আমার সম্পর্ক বরাবরই পরিচালক ও অভিনেত্রীর ছিল। কোনওদিনই ব্যক্তিগত কিছু ছিল না। উনি তাঁর কাজে ভীষণ প্যাশনেট ছিলেন, আমিও তেমনই। আর, কেউ যদি বলে আমি সাদা শাড়ি না পরে যাওয়ায় উনি কিছু বলেছিলেন — সেটা একেবারেই বানানো। আমি রাজ স্যারের সেটে বা পার্টিতে সাদা শাড়ি পরে গিয়েছি— এমন নজিরই নেই।”
তিনি জোর দিয়ে বললেন, “দেব সাহেবকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল লেখা হয়েছিল। আমি নিজের আত্মজীবনীতে এর বিস্তারিত তুলে ধরব।” তিনি বলেন, “পেছন ফিরে কিছু গল্প তৈরি করা সহজ। কিছু শব্দ ফেলে দিলে মনে হয় আরও মজাদার হবে। কিন্তু সবটা সত্যি হয় না। আর এটা আমার পক্ষ থেকে স্পষ্টভাবে না বলা অন্যায় হতো। এটা আমার গল্প, আমি নিজেই লিখব।”
