আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মার্চ মাসজুড়েই উৎসবের আবহ। ফলে বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুসারে চলতি বছরের মার্চ মাসে ১৩দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও মার্চ মাসে পাঁচটি রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ তাকবে। এছাড়াও রয়েছে, দোল, হোলি, বিহার দিবস, শবে কদর, জুমাতুল বিদা-র মতো অনুষ্ঠানের ছুটি। ৩১ দিনের মার্চ মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে দুর্ভোগ পোহাতে হবে গ্রাহকদের। ফলে আগেই সতর্ক হোন, জেনে নিন আসন্ন মার্চ মাসে কোন কোন দিন, কোন কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ তাকবে।
মার্চ মাসে ব্যাংক ছুটির তালিকা-
- ২রা মার্চ, রবিবার: এমনিতেই দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকে।  
 
 - ৭ ও ৮ মার্চ, শুক্রবার এবং শনিবার: চাপচর কূট উৎসব উপলক্ষে এই দু'দিন আইজলে ব্যাঙ্ক  বন্ধ থাকবে।  
 
 - ৯ মার্চ, শনিবার: দ্বিতীয় শনিবার উপলক্ষে এই দিনে দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।  
 
 - ১৩ মার্চ, বৃহস্পতিবার: হোলিকা দহনের জন্য এই দিন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, কেরল, হিমাচলপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।  
 
 - ১৪ই মার্চ, শুক্রবার: হোলি উৎসব উপলক্ষে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 
 
 - ১৫ মার্চ, শনিবার: ইয়াওসেং দিবসের জন্য এই দিনে ত্রিপুরা, ওড়িশা, বিহার, তামিলনাড়ু, মণিপুর, কর্নাটক, পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। 
 
 - ১৬ মার্চ, রবিবার: রবিবার ছুটির দিনে দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
 
 - ২২ শে মার্চ, শনিবার: চতুর্থ শনিবার এবং বিহার দিবস উপলক্ষে এই দিনটি দেশে ছুটি থাকবে। কিন্তু বিহার দিবসের কারণে, বিহারের ব্যাঙ্কগুলিতে বিশেষ ছুটি থাকবে।
 
 - ২৩ শে মার্চ, রবিবার: দেশের সর্বত্র সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
 
 - ২৭ শে মার্চ, বৃহস্পতিবার: শবে কদর উপলক্ষে এই দিনে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 
 
 - ২৮ শে মার্চ, শুক্রবার: জামাআতুল বিদার কারণে এই দিনে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।  
 
 - ৩০ শে মার্চ, রবিবার: সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। 
৩১ শে মার্চ ঈদ-উল-ফিতর। কিন্তু, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ঈদের দিন ব্যাঙ্কের ছুটি বাতিল করেছে। আসলে, ৩১শে মার্চ হল ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিন। এমন পরিস্থিতিতে, ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিনে সমস্ত সরকারি লেনদেন যাতে সঠিকভাবে সম্পন্ন করা যায়, সেজন্য আরবিআই এই নির্দেশ জারি করেছে বলে জানানো হয়েছে।
